বঙ্গবন্ধু সমাধিসৌধ কমপ্লেক্স

আগের সংবাদ

তালেবান আতঙ্কে বিশৃঙ্খলা > আফগানদের দেশ ছাড়ার হিড়িক : উড়ন্ত বিমান থেকে খসে পড়ল তিনজন

পরের সংবাদ

অক্টোবরে মুক্তি পেতে পারে ‘রেহানা মরিয়ম নূর’

প্রকাশিত: আগস্ট ১৬, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: আগস্ট ১৬, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

বিনোদন প্রতিবেদক : মহামারি পরিস্থিতি স্বাভাবিক হলে এ বছরের অক্টোবরে সিনেমা হলে ‘রেহানা মরিয়ম নূর’ মুক্তি দেয়ার পরিকল্পনা রয়েছে বলে জানা গেছে। জুলাইয়ে ৭৪তম কান চলচ্চিত্র উৎসবে নির্মাতা আবদুল্লাহ মোহাম্মদ সাদের এ সিনেমা প্রদর্শনের পর বাংলাদেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও সিনেমাটি আলোচিত হয়েছে। রেহানা মরিয়ম নূর নামে মেডিকেল কলেজের একজন সহকারী অধ্যাপকের জীবন সংগ্রামের গল্পে নির্মিত এ সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করেছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। বাঁধন ছাড়াও অভিনয় করেছেন আফিয়া জাহিন জাইমা, কাজী সামি হাসান, আফিয়া তাবাসসুম বর্ণ, ইয়াছির আল হক, সাবেরী আলমসহ অনেকে। দেশের ইতিহাসে প্রথমবার কানের অফিসিয়াল সিলেকশনে অংশ নিয়ে ফেরা এ সিনেমাটি এবার দেশের দর্শকদের সামনে আনতে চান প্রযোজক-নির্মাতা। সিনেমা হলে মুক্তির জন্য অনুমোদন পেতে বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডে জমা দেয়ার জন্য সব ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে। সিনেমা হলের পাশাপাশি ওটিটি প্লাটফর্মেও সিনেমাটি মুক্তির বিষয়ে আলোচনা চলছে। প্রটোকল ও মেট্রো ভিডিওর ব্যানারে এ সিনেমার প্রযোজনা করেছেন সিঙ্গাপুরের প্রযোজক জেরেমী চুয়া, নির্বাহী প্রযোজক এহসানুল হক বাবু ও সহ-প্রযোজনা করেছেন রাজীব মহাজন, আদনান হাবিব, সাঈদুল হক খন্দকার।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়