একাই কোকোর কবর জিয়ারত করলেন রিজভী

আগের সংবাদ

বঙ্গবন্ধু হত্যার পরিবেশ তৈরি করে পাকিস্তান ও আমেরিকা

পরের সংবাদ

হিন্দু মহাজোটের মানববন্ধন : মন্দির ও ঘরে হামলায় জড়িতদের শাস্তি দিন

প্রকাশিত: আগস্ট ১৪, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: আগস্ট ১৪, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ প্রতিবেদক : খুলনার রূপসা উপজেলার শিয়ালী গ্রামে মন্দির ও হিন্দু স¤প্রদায়ের লোকজনের বাড়িঘরে হামলার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট। একইসঙ্গে হিন্দুদের দোকানপাটে হামলা ভাঙচুর, লুটপাট, মারধর এবং সাভারে অধ্যক্ষ মিন্টু চন্দ্র বর্মনকে নৃশংসভাবে হত্যা এবং পিরোজপুরের নাজিরপুরে তন্ময় তরুয়াকে হত্যাসহ বগুড়া ও টাঙ্গাইলে প্রতিমা ভাঙচুরের ঘটনার সঙ্গে সম্পৃক্তদের দ্রুত গ্রেপ্তার ও মানবতাবিরোধী অপরাধ ট্রাইব্যুনালে বিচারের দাবি জানিয়েছে সংগঠনটি। গতকাল শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে সংগঠনটির পক্ষ থেকে এসব দাবি জানান হয়।
মানববন্ধনে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের সভাপতি এডভোকেট বিধান বিহারী গোস্বামী, নির্বাহী সভাপতি এডভোকেট দীনবন্ধু রায়, সহসভাপতি প্রদীপ কুমার পাল, প্রধান সমন্বয়কারী বিজয়কৃষ্ণ ভট্টাচার্য, যুগ্ম মহাসচিব শ্যামল কান্তি নাগ, এডভোকেট লাকি বাছাড়, আন্তর্জাতিক সম্পাদক নরেশ হালদার, অর্থসম্পাদক দীলিপ মণ্ডল প্রমুখ।
সংগঠনটির মহাসচিব গোবিন্দ চন্দ্র প্রামাণিক বলেন, করোনা দুর্যোগের মধ্যেও দেশে হিন্দু সম্প্রদায়ের স্বস্তি নেই।
গত ৭ আগস্ট খুলনা জেলার রূপসা উপজেলার শেয়ালী গ্রামে দুর্বৃত্তদের হামলায় হিন্দু স¤প্রদায়ের অর্ধ শতাধিক বাড়িঘর, মন্দির ও প্রতিমা এবং দোকানে ভাঙচুর করা হয়। দুর্বৃত্তরা শুধু ভাঙচুরই নয় লুটপাট এবং ত্রাসের রাজত্ব কায়েম করে।
তিনি বলেন, দেশের বিভিন্ন স্থানে হিন্দুদের জমি দখল, তাদের দেশ ত্যাগের হুমকি, মন্দির ও প্রতিমা ভাঙচুর নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়