একাই কোকোর কবর জিয়ারত করলেন রিজভী

আগের সংবাদ

বঙ্গবন্ধু হত্যার পরিবেশ তৈরি করে পাকিস্তান ও আমেরিকা

পরের সংবাদ

চাঁদপুরে ১২ কোটি টাকার কারেন্ট জাল জব্দ

প্রকাশিত: আগস্ট ১৪, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: আগস্ট ১৪, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ প্রতিবেদক : চাঁদপুর জেলার হাজীগঞ্জ বাজারের কাপড়িয়াপুট্টি এলাকায় অভিযান চালিয়ে প্রায় ১২ কোটি টাকার অবৈধ কারেন্ট ও চাইজাল জব্দ করেছে কোস্ট গার্ড। গত বৃহস্পতিবার রাতে বিশেষ অভিযান পরিচালনা করে জালগুলো জব্দ করা হয়। এ সময় দুজন জাল ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
মোবাইল কোর্টের মাধ্যমে আটককৃতদের ১০ হাজার টাকা জরিমানা করে ছেড়ে দেয়া হয়। ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে জব্দকৃত জাল পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।
কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার আমিরুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, কাপড়িয়াপুট্টি এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ২টি দোকান এবং ২টি গোডাউন থেকে অবৈধ আনুমানিক ৩৩ লাখ মিটার নতুন কারেন্ট জাল ও ৪৭০ পিস চাইসহ দুজন জাল ব্যবসায়ীকে আটক করা হয়। জব্দকৃত জালের আনুমানিক বাজার মূল্য প্রায় ১১ কোটি ৭১ লাখ ৪৫ হাজার টাকা। ওই অভিযানে মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা মো. আশিকুর রহমান উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়