সবুজ বাংলাদেশকে সবুজতর করার আহ্বান আইজিপির

আগের সংবাদ

হুমকির মুখে রোহিঙ্গা জাতিসত্তা : বিশ্বব্যাংক ও জাতিসংঘের প্রস্তাব নিয়ে কূটনৈতিক বিশ্লেষকদের অভিমত

পরের সংবাদ

হোমনা : কৃষি জমি থেকে বালু তোলায় ২ শ্যালো মেশিন জব্দ

প্রকাশিত: আগস্ট ১৩, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: আগস্ট ১৩, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

হোমনা (কুমিল্লা) প্রতিনধি : হোমনা উপজেলায় কৃষি জমি থেকে শ্যালো মেশিন ব্যবহার করে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে দুটি শ্যালো মেশিন জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। গত বুধবার বিকালে উপজেলার নিলখি ইউনিয়নের ইটাভারা গ্রামের জমি থেকে শ্যালো মেশিন দুটি জব্দ করা হয়। ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও হোমনার সহকারী কমিশনার (ভূমি) মিজানুর রহমান বলেন, ইটাভারা গ্রামের কৃষি জমি থেকে একটি চক্র অবৈধভাবে শ্যালো মেশিন দিয়ে বালু উত্তোলন করছে- এমন অভিযোগে ওই স্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করি। খবর পেয়ে শ্যালো মেশিন ব্যবহার করে বালু উত্তোলনকারীরা পালিয়ে যান। পরে সেখানে কাউকে না পেয়ে শ্যালো মেশিন দুটি জব্দ করা হয়। বৃহস্পতিবার দুপুর পর্যন্ত শ্যালো মেশিনের কোনো মালিক পাওয়া যায়নি। কোনো লোক মেশিনের মালিকানা দাবি করে এগুলো নিতে আসেনি। ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে হোমনা থানা পুলিশ সঙ্গে ছিল।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়