সবুজ বাংলাদেশকে সবুজতর করার আহ্বান আইজিপির

আগের সংবাদ

হুমকির মুখে রোহিঙ্গা জাতিসত্তা : বিশ্বব্যাংক ও জাতিসংঘের প্রস্তাব নিয়ে কূটনৈতিক বিশ্লেষকদের অভিমত

পরের সংবাদ

মোল্লাহাটে বজ্রপাতে মৎস্যচাষির মৃত্যু

প্রকাশিত: আগস্ট ১৩, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: আগস্ট ১৩, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি : মোল্লাহাটে বজ্রপাতে প্রকাশ বিশ্বাস (৩৫) নামে এক মৎসচাষির মৃত্যু হয়েছে। গত বুধবার উপজেলাধীন আটজুড়ী ইউনিয়নের জয়ডিহি খালের মাথা এলাকায় বৃষ্টির মধ্যে মৎস্য ঘেরে কাজ করার সময় এ ঘটনা ঘটে। প্রকাশ বিশ্বাস মুণিজিলা গ্রামের বিনয় বিশ্বাসের ছেলে। স্থানীয়দের কাছে খোঁজ নিয়ে জানা গেছে, সকালে মৎস্য ঘেরে একজন শ্রমিক নিয়ে কাজ করতে যান প্রকাশ বিশ্বাস ও তার স্ত্রী। এরপর দুপুরের দিকে বৃষ্টি হলে তার সঙ্গে থাকা স্ত্রী ও শ্রমিক বৃষ্টির জন্য ঘেরের কুঁড়েঘরে আশ্রয় নিলেও প্রকাশ বৃষ্টির মধ্যে ঘেরপাড়ে দাঁড়িয়ে ছিলেন। এ সময় তিনি বজ্রপাতের শিকার হন। এ অবস্থায় বিষয়টি বাড়িতে ফোন করে জানান তার স্ত্রী। ফোন পেয়ে বাড়ির লোকজনসহ স্থানীয়রা গিয়ে মৎস্যঘের থেকে উদ্ধার করে মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়