খুলনায় মন্দির ও প্রতিমা ভাঙচুর : সম্প্রীতি পরিষদ ও বিশিষ্ট নাগরিকদের প্রতিবাদ

আগের সংবাদ

হার্ড ইমিউনিটি কতটা সম্ভব : নতুন নতুন ধরন নিয়ে শঙ্কা >> টিকার সুফল কিছুটা হলেও মিলবে : আশা বিশেষজ্ঞদের

পরের সংবাদ

রিমান্ড শেষে কারাগারে পিয়াসা : ‘জামান ও তার বউয়ের ষড়যন্ত্রের শিকার আমরা’

প্রকাশিত: আগস্ট ১২, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: আগস্ট ১২, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ প্রতিবেদক : রাজধানীর ভাটারা থানায় দায়ের করা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ৩ দিনের রিমান্ড শেষে সমালোচিত মডেল ফারিয়া মাহবুব পিয়াসাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। গতকাল বুধবার বিকালে শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বাকী বিল্লাহ এ আদেশ দেন।
শুনানি শেষে আদালত থেকে বের হওয়ার সময় পিয়াসা সাংবাদিকদের উদ্দেশ করে বলেন, ‘জামান ও জামানের বউকে খোঁজেন। আমরা তার বউয়ের পরকীয়ার ষড়যন্ত্রের শিকার। আমাদের না ধরে আগে তাদের ধরেন।’ কে এই জামান প্রশ্ন করা হলে উত্তর না দিয়ে তিনি পুনরায় জামান ও তার স্ত্রীকে খোঁজার কথা বলতে থাকেন। এরপর তাকে আদালতের গারদখানার দিকে নিয়ে যাওয়া হয়। এর আগে এদিন দুপুরে পিয়াসাকে ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। পরে শুনানি শুরু হলে ভাটারা থানার মাদক মামলায় ৫ দিন ও গুলশান থানার মামলায় ৫ দিন করে মোট ১০ দিনের রিমান্ড আবেদন করে তদন্তকারী সংস্থা সিআইডি। অন্যদিকে রিমান্ডের বিরোধিতা করে জামিন আবেদন করেন আসামিপক্ষের আইনজীবী। উভয়পক্ষের শুনানি শেষে আদালত রিমান্ড ও জামিনের আবেদন নামঞ্জুর করে পিয়াসাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে গত ৬ আগস্ট শুনানি শেষে আদালত পিয়াসাকে গুলশান থানার মামলায় ২ দিন, ভাটারা থানার মামলায় ৩ দিন এবং খিলক্ষেত থানার মামলায় ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন। বর্তমানে ভাটারা থানার মামলায় রিমান্ড শেষ হলেও বাকি ২ থানার মামলায় আরো ৫ দিনের রিমান্ডে নেয়া হবে এ মডেলকে।
উল্লেখ্য, গত ১ আগস্ট রাত ১০টায় রাজধানীর বারিধারায় মডেল পিয়াসার বাসায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদক উদ্ধার করে ডিবি পুলিশ। পরে পিয়াসাকে ডিবি কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদের পর তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়