খুলনায় মন্দির ও প্রতিমা ভাঙচুর : সম্প্রীতি পরিষদ ও বিশিষ্ট নাগরিকদের প্রতিবাদ

আগের সংবাদ

হার্ড ইমিউনিটি কতটা সম্ভব : নতুন নতুন ধরন নিয়ে শঙ্কা >> টিকার সুফল কিছুটা হলেও মিলবে : আশা বিশেষজ্ঞদের

পরের সংবাদ

নব্য জেএমবি সদস্য সাকিব লালমনিরহাট কারাগারে

প্রকাশিত: আগস্ট ১২, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: আগস্ট ১২, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ প্রতিবেদক, লালমনিরহাট : লালমনিরহাটের হাতীবান্ধা থানা পুলিশ নব্য জেএমবির সদস্য নাজমুস সাকিব (২৬) নামে একজনকে গ্রেপ্তার করেছে। গত মঙ্গলবার রাতে কাউন্টার টেরোরিজম এন্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের (সিটিটিসি) সহযোগিতায় ঢাকার খিলগাঁও এলাকা থেকে সাকিবকে গ্রেপ্তার করে হাতীবান্ধা থানা পুলিশের একটি দল। গণমাধ্যমকে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন হাতীবান্ধা থানার ওসি এরশাদুল আলম।
নাজমুস সাকিব হাতীবান্ধা উপজেলার টংভাঙ্গা গ্রামের কোরবান আলীর ছেলে বলে জানা গেছে।
ওসি এরশাদুল আলম বলেন, নব্য জেএমবি সদস্য নাজমুস সাকিবের নামে পুলিশ সদস্য আহত করা ও সরকারবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিলেন আদালত। ওই মামলায় সিটিটিসি সদস্যদের সহযোগিতায় সাকিবকে ঢাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।
ওসি আরো বলেন, গ্রেপ্তার সাকিবকে গতকাল বুধবার দুপুরে লালমনিরহাট কারাগারে পাঠানো হয়েছে। সাকিবের বড় ভাই রাকিবও নব্য জেএমবির সদস্য। রাকিব বর্তমানে লালমনিরহাট কারগারে রয়েছেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়