গণপরিবহন চালু, স্বাস্থ্যবিধি নিয়ে শঙ্কা : লঞ্চ, বাস ও ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু

আগের সংবাদ

স্বাস্থ্যবিধি হটিয়ে খুলল সবই

পরের সংবাদ

শুরু হলো শাকিব-বুবলীর শুটিং

প্রকাশিত: আগস্ট ১১, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: আগস্ট ১১, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

বিনোদন প্রতিবেদক : শাকিব খান ও বুবলী অভিনীত নির্মাতা তপু খানের প্রথম সিনেমা ‘লিডার, আমিই বাংলাদেশ’। করোনার কারণে ছবিটির শুটিং শেষ পর্যায়ের এসে থমকে গিয়েছিল। লকডাউন খুলে দেওয়ায় আজ থেকে সিনেমাটির শেষ লটের শুটিং শুরু হবে বলে জানানো হয়েছে। গতকাল বিষয়টি নিশ্চত করে নির্মাতা বলেন, ‘করোনার কারণে দেশে লকডাউন চলায় শুটিং আটকে যায় সিনেমাটির। এখন লকডাউন খুলে যাওয়ায় প্রযোজনা সংস্থা এটির শেষ লটের শুটিং শুরুর সিদ্ধান্ত নিয়েছে।’ পরিচালক জানিয়েছেন সরকারের নির্দেশনা মোতাবেক স্বাস্থ্য বিধি মেনেই শুটিং করা হবে। তপু খান বলেন, ‘এ লটের শুটিং শেষ করেই আমরা পোস্ট প্রোডাকশনে চলে যাবো। স্বাস্থ্যবিধি মেনে কাজ করার নির্দেশনা রয়েছে। আমরা সেভাবেই অবশিষ্ট কাজ শেষ করতে চাই।’ এর আগে ২৫ মে রাজধানীর উত্তরায় শুটিং শুরু হয়েছিল ‘লিডার, আমিই বাংলাদেশ’ সিনেমার। উত্তরার বিভিন্ন লোকেশনে টানা ৮দিন শুটিং শেষে স্বল্প বিরতি দেয়া হয়। পরে ১৭ জুন থেকে এফডিসিতে সেট তৈরি করে টানা ৫দিন শুটিং করা হয়। সেট পরিবর্তনের জন্য ২ দিনের বিরতি দিয়ে ২৪ জুন পুনরায় শুরু হয় শুটিং। ফের লকডাউনের কারণে শুটিং বন্ধ করতে হয়। ফলে অবশিষ্ট থেকে যায় শেষ লটের শুটিং।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়