গণপরিবহন চালু, স্বাস্থ্যবিধি নিয়ে শঙ্কা : লঞ্চ, বাস ও ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু

আগের সংবাদ

স্বাস্থ্যবিধি হটিয়ে খুলল সবই

পরের সংবাদ

মিউজিক্যাল ডকু-ফিল্মে তারিন জাহান

প্রকাশিত: আগস্ট ১১, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: আগস্ট ১১, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

বিনোদন প্রতিবেদক : জাতীয় শোক দিবস উপলক্ষে সম্প্রতি বঙ্গবন্ধুকে নিয়ে ‘রক্তমাখা সিঁড়ি’ শিরোনামের একটি গানে কণ্ঠ দেন এ প্রজন্মের কণ্ঠশিল্পী নিশিতা বড়–য়া। গানটি লিখেছেন সুজন হাজং এবং সুর ও সংগীতায়োজন করেছেন সুমন কল্যাণ। ‘রক্তমাখা সিঁড়ি’ গানটি অবলম্বনে একটি মিউজিক্যাল ডকু-ফিল্ম নির্মিত হয়েছে। এই ফিল্মে ১০ আগস্ট শুটিংয়ে অংশ নিয়েছেন অভিনয়শিল্পী তারিন জাহান। ইতোমধ্যে ধানমন্ডি ৩২, স্বাধীনতা জাদুঘর, জগন্নাথ হল, শিখা চিরন্তনসহ রাজধানীর বেশ কিছু জায়গায় শুটিং সম্পন্ন করেছেন বলে জানান অভিনেত্রী তারিন জাহান। এ প্রসঙ্গে তারিন বলেন, ‘বঙ্গবন্ধু বাঙালির চেতনার বাতিঘর। বঙ্গবন্ধুকে হারানোর শোককে শক্তিতে রূপান্তরিত করার প্রয়াস পেয়েছি এই মিউজিক্যাল ডকু-ফিল্মে অংশ নিতে পেরে। আমি এখানে নতুন প্রজন্মের কাছে বঙ্গবন্ধুর মৃত্যুঞ্জয়ী সত্তাকে তুলে ধরার চেষ্টা করেছি।’ গীতিকার সুজন হাজংয়ের প্রযোজনায় এই মিউজিক্যাল ডকু-ফিল্মের চিত্রনাট্য ও পরিচালনা করেছেন সোহেল রানা বয়াতী। সুজন হাজং বলেন, ‘বঙ্গবন্ধুকে নিয়ে আমার লেখা ‘রক্তমাখা সিঁড়ি’ শিরোনামের গানটিতে অভিনেত্রী হিসেবে তারিনকে নির্বাচন করেছি। কারণ গানের হৃদয়স্পর্শী সুর এবং অসাধারণ গায়কী- সবকিছু মিলিয়ে বঙ্গবন্ধুকে নতুন প্রজন্মের কাছে উপস্থাপনা করতে তারিনকেই আমার উপযুক্ত মনে হয়েছে। আশা করি এই গুণী অভিনেত্রী ধানমন্ডি বত্রিশ তথা বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরকে নতুন প্রজন্মের কাছে চেতনার বাতিঘর হিসেবে সুনিপুণভাবে উপস্থাপন করতে পারবেন।’ মিউজিক্যাল ডকু-ফিল্মটি জাতীয় শোক দিবস (১৫ আগস্ট) গীতিকার সুজন হাজংয়ের ইউটিউব চ্যানেলে অবমুক্ত করা হবে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়