গণপরিবহন চালু, স্বাস্থ্যবিধি নিয়ে শঙ্কা : লঞ্চ, বাস ও ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু

আগের সংবাদ

স্বাস্থ্যবিধি হটিয়ে খুলল সবই

পরের সংবাদ

ওয়েব সিরিজে রোজী সেলিম

প্রকাশিত: আগস্ট ১১, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: আগস্ট ১১, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

বিনোদন প্রতিবেদক : অনেকেই ইতোমধ্যে ওটিটির সিরিজ কিংবা ফিল্মে নাম লিখিয়েছেন। অন্য শিল্পীদের মতো রোজী সেলিমেরও প্রবল আগ্রহ আছে ওটিটি প্লাটফর্মের জন্য কাজ করার। এর পরিপ্রেক্ষিতে প্রথমবারের মতো তিনি জি-ফাইভের জন্য নজরুল ইসলাম রাজুর পরিচালনায় একটি ওয়েব সিরিজে কাজ করতে যাচ্ছেন। শিগগিরই এর শুটিং শুরু হবে। এদিকে ওটিটির জন্য কনটেন্ট নির্মাতাদের প্রতি বিশেষ অনুরোধ করেছেন রোজী সেলিম। তিনি বলেন, ‘আমাদের নিজস্ব সংস্কৃতি, ঐতিহ্যকে প্রাধান্য দিয়ে যেন ওয়েব সিরিজগুলো নির্মাণ করা হয়। কারণ ওটিটি প্লাটফর্মে সহজেই আমাদের কাজগুলো এখন দর্শক উপভোগ করতে পারবেন। নির্মাতাদের কাছে বিশেষভাবে অনুরোধ থাকবে আমার যেন তা নিয়ে কোনো বিতর্ক না থাকে। যথাযথভাবে শিল্প সম্মতভাবেই যেন উপস্থাপন করা হয়। তাহলে আমরা আমাদের নিজের সংস্কৃতির প্রতি, নিজস্ব ঐতিহ্যের প্রতি শ্রদ্ধা দেখাতে পারব। আগামী প্রজন্ম এখান থেকেই জানার সুযোগ পাবে। শিল্পী হিসেবে আমাদেরও দায়িত্ব রয়েছে সচেতনভাবে কাজ করার।’ এদিকে আজ থেকে তিনি বৈশাখী টিভিতে প্রচারিত ধারাবাহিক নাটক ‘বউ শাশুড়ি’র শুটিংয়ে অংশ নেবেন। এছাড়া আগামীকাল থেকে টানা কয়েকদিন তিনি মামুনুর রশীদ পরিচালিত বিটিভির ধারাবাহিক নাটক ‘জিন্দাবাহার’র শুটিংয়েও অংশ নেবেন।
পরবর্তীতে বিটিভিতেই প্রচার শুরু হওয়া অনিমেষ আইচ রচিত ও পরিচালিত ‘এখানে কেউ থাকে না’র শুটিংয়ে অংশ নেবেন, যার শুটিং হবে ঢাকায় ও টাঙ্গাইলের মধুপুরে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়