নির্ধারণ হবে আশুরার তারিখ : জাতীয় চাঁদ দেখা কমিটির সভা বসছে আজ

আগের সংবাদ

সংক্রমণ ঠেকানোর কৌশল কী

পরের সংবাদ

রেড ক্রিসেন্ট সোসাইটি : চট্টগ্রামে বঙ্গমাতার জন্মবার্ষিকী পালন

প্রকাশিত: আগস্ট ১০, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: আগস্ট ১০, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

চট্টগ্রাম অফিস : বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯১তম জন্মবার্ষিকীতে তার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাতে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, চট্টগ্রাম জেলা ইউনিটের উদ্যোগে গত ৮ আগস্ট নগরীর আন্দরকিল্লাস্থ রেড ক্রিসেন্ট কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন রেড ক্রিসেন্ট সোসাইটি-চট্টগ্রাম জেলা ইউনিটের সেক্রেটারি মো. আসলাম খাঁন। উপস্থিত ছিলেন ইউনিট কার্যনির্বাহী সদস্য শাহাদাত হোসেন রুমেল, জেমিসন রেড ক্রিসেন্ট মাতৃসদন হাসপাতালের ইনচার্জ মোস্তাফিজার রহমান, চিফ এডমিনিস্ট্রেটিভ অফিসার আশরাফ উদ্দৌলা সুজন, ইউনিট অফিসার আবদুর রশিদ খান,রফিকুল কাদেরসহ যুব ও স্বেচ্ছাসেবকরা।
এদিকে চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের উদ্যোগে রবিবার বিকেলে নগরীর দোস্ত বিল্ডিং কার্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক শেখ মো. আতাউর রহমান, সহসভাপতি আবুল কাশেম চিশতি, যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল আনোয়ার চৌধুরী বাহার, দেবাশীষ পালিত, জসীম উদ্দিন শাহ, মহিলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদিকা বাসন্তী প্রভা পালিত, কেন্দ্রীয় যুবলীগ নেতা রাশেদ খান মেনন প্রমুখ।

এছাড়া বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের জন্মবার্ষিকী পালন উপলক্ষে রবিবার সকালে নগরীর আগ্রাবাদস্থ একটি কমিউনিটি সেন্টারে বেসরকারি কারা পরিদর্শক সাবেক ছাত্রনেতা আজিজুর রহমান আজিজের ব্যবস্থাপনায় চট্টগ্রামে করোনা আক্রান্ত রোগীর শেষ যাত্রায় জাতি-ধর্ম নির্বিশেষে গোসল-দাফন-কাফন ও সৎকার কাজে নিয়োজিত চট্টগ্রাম মহানগর গাউছিয়া কমিটি এবং চট্টগ্রাম মহানগর রেড ক্রিসেন্টকে পিপি, মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার ও হ্যান্ড গøাভসসহ বিভিন্ন সুরক্ষা সামগ্রীসহ করোনা প্রতিরোধক বুথ প্রদান করা হয়। চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রনি মির্জার সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন কেন্দ্রীয় গাউসিয়া কমিটির যুগ্ম মহাসচিব মোছাহেব উদ্দিন বখতিয়ার, মহানগর গাউছিয়া কমিটির সাধারণ সম্পাদক মো. আব্দুল্লাহ, কেন্দ্রীয় যুবলীগের সাবেক নেতা হেলাল আকবর চৌধুরী বাবর, দক্ষিণ আগ্রাবাদ ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল্লাহ ইব্রাহিম, ওয়ার্ড কাউন্সিলর জাফরুল হায়দার সবুজ প্রমুখ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়