নির্ধারণ হবে আশুরার তারিখ : জাতীয় চাঁদ দেখা কমিটির সভা বসছে আজ

আগের সংবাদ

সংক্রমণ ঠেকানোর কৌশল কী

পরের সংবাদ

মনোহরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স : সমবায় মন্ত্রীর টাকায় সেন্ট্রাল অক্সিজেন সিস্টেম চালু

প্রকাশিত: আগস্ট ১০, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: আগস্ট ১০, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

মনোহরগঞ্জ (কুমিল্লা) প্রতিনিধি : করোনার চিকিৎসাসেবাকে আরো গতিশীল করার লক্ষ্যে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলামের ব্যক্তিগত অর্থায়নে মনোহরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্থাপিত ‘সেন্ট্রাল অক্সিজেন সিস্টেম’ উদ্বোধন করা হয়েছে। গত রবিবার বিকালে ৩১ শয্যাবিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্সে ‘সেন্ট্রাল অক্সিজেন সিস্টেম’ উদ্বোধন করেন কুমিল্লা জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- জেলা পুলিশ সুপার ফারুক আহমেদ, সিভিল সার্জন ডা. মীর মোবারক হোসাইন, উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহেল রানা, সিনিয়র সহকারী পুলিশ সুপার (লাকসাম সার্কেল) মো. মুহিতুল ইসলাম, জেলা পরিষদ সদস্য মাস্টার আব্দুল কাইয়ুম চৌধুরী, ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম, আফরোজা কুসুম, উপজেলা উন্নয়ন সমন্বয়ক কামাল হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নিসর্গ মেরাজ চৌধুরী, লাকসাম থানার ওসি মো. মেজবাহ উদ্দিন ভূঁইয়া, মনোহরগঞ্জ থানার ওসি মাহাবুল কবির, ইউপি চেয়ারম্যান শাহীন জিয়া, কামাল হোসেন, আলমগীর হোসেন, মাস্টার রুহুল আমিন, সাইদুর রহমান দুলাল, আব্দুল মান্নান, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক জানে আলম, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক সেলিম কাদের চৌধুরী, যুগ্ম আহ্বায়ক বেলাল হোসেন, রুহুল আমিন, উপজেলা ছাত্রলীগের সভাপতি কামরুজ্জামান শামীম, সাধারণ সম্পাদক আমজাদ হোসেন বিপ্লব, সহসভাপতি বেলায়েত হোসেন ইকবাল প্রমুখ।
এর আগে ‘সেন্ট্রাল অক্সিজেন সিস্টেম’ স্থাপনকালে করোনা রোগীদের অক্সিজেনের প্রাথমিক চাহিদা মেটাতে মনোহরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩০টি অক্সিজেন সিলিন্ডার প্রদান করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম। মন্ত্রীর পক্ষ থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. হাসান ইবনে আমিনের কাছে সিলিন্ডারগুলো হস্তান্তর করেন উপজেলা উন্নয়ন সমন্বয়ক মো. কামাল হোসেন। মনোহরগঞ্জের প্রত্যন্ত অঞ্চলে চিকিৎসাসেবার মানোন্নয়নে মন্ত্রীর সার্বিক সহযোগিতাকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় সব শ্রেণি-পেশার মানুষ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়