নির্ধারণ হবে আশুরার তারিখ : জাতীয় চাঁদ দেখা কমিটির সভা বসছে আজ

আগের সংবাদ

সংক্রমণ ঠেকানোর কৌশল কী

পরের সংবাদ

ডিজিটাল আইনে মামলা : ফের দুই দিনের রিমান্ডে ঈশিতা ও শহিদুল

প্রকাশিত: আগস্ট ১০, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: আগস্ট ১০, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ প্রতিবেদক : মাদক ও প্রতারণার দুই মামলায় ছয় দিনের রিমান্ডের পর এবার ইশরাত রফিক ঈশিতা ও তার সহযোগী শহিদুল ইসলাম দিদারকে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গতকাল সোমবার বিকালে শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বেগম মাহমুদার আদালত এ রিমান্ড আদেশ দেন।
এরআগে আসামিদের আদালতে হাজির করে শাহআলী থানার ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় তাদের দুজনের পাঁচ দিন করে রিমান্ড আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। এ আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে গত ১ আগস্ট সকালে মিরপুরে অভিযান চালিয়ে প্রতারক ঈশিতা ও তার সহযোগী দিদারকে গ্রেপ্তার করে র‌্যাব-৪ এর বিশেষ টিম। সে সময় তাদের বাসা থেকে ভুয়া আইডি কার্ড, ভুয়া ভিজিটিং কার্ড, ভুয়া সিল, ভুয়া সার্টিফিকেট, প্রত্যয়নপত্র, ভুয়া ব্রিগেডিয়ার জেনারেল পদের দুটি ইউনিফর্ম ও র‌্যাঙ্ক ব্যাজ, ল্যাপটপ, ৩০০ পিস ইয়াবা, পাঁচ বোতল বিদেশি মদ ও মোবাইল উদ্ধার করা হয়। তারা দেশি-বিদেশি বিভিন্ন সংস্থার ভুয়া প্রতিনিধি, ক্যান্সার বিশেষজ্ঞ, ব্রিগেডিয়ার জেনারেল, গবেষক ও বিশিষ্ট আলোচক এমন বহুমুখী ভুয়া পরিচয় দিয়ে অর্থ হাতিয়ে নিতেন।
এ ঘটনায় পরের দিন সকালে র‌্যাব-৪ বাদী হয়ে তাদের বিরুদ্ধে মিরপুরের শাহআলী থানায় প্রতারণা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও ডিজিটাল নিরাপত্তা আইনে ৩টি মামলা দায়ের করে। সে দিনই বিকালে তাদের আদালতে হাজির করা হলে আদালত মাদক ও প্রতারণার দুই মামলায় তিন দিন করে প্রত্যেককে মোট ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়