শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি : চলতি সপ্তাহেই শতভাগ শিক্ষক টিকার আওতায়

আগের সংবাদ

উৎসবের গণটিকায় বিশৃঙ্খলা

পরের সংবাদ

শিল্পীদের উপদেশ দিলেন অঞ্জনা

প্রকাশিত: আগস্ট ৯, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: আগস্ট ৯, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

বিনোদন প্রতিবেদক : গত শনিবার বিকালে বিএফডিসি জহির রায়হান মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে শিল্পীদের ভুল না করার অনুরোধ জানালেন বাংলাদেশ চিত্রনায়িকা অঞ্জনা সুলতানা। সম্প্রতি মাদক মামলায় চিত্রনায়িকা পরীমনিকে গ্রেপ্তার নিয়ে আলোচনা প্রসঙ্গে এ উপদেশ দেন তিনি। সংবাদ সম্মেলনে শিল্পী সমিতি থেকে চিত্রনায়িকা একা ও পরীমনির সদস্যপদ স্থগিতের সিদ্ধান্তের কথা জানানোর পর পরীমনির প্রসঙ্গ তুলে অঞ্জনা বলেন, ‘আমাদের সবারই সতর্ক হয়ে চলা উচিত। শুধু পরীমনি কেন, আমাদের পৃথিবীতে যে অস্থিরতা চলছে সেখানে সন্ধ্যার পর একটি মেয়ের একা ঘর থেকে বের হওয়াই তো বিপজ্জনক। পরীমনি আমাদের মহিলা সদস্য। সে তো জানে, সে তো বাচ্চা না। সে সাত বছর ধরে ইন্ডাস্ট্রিতে আছে। আমাদের তার ব্যক্তিগত জীবন দেখার দরকার নেই। সে ঘরের ভেতর কী করে, সেটা কিন্তু দেখার বিষয় না। কিন্তু কোনো ব্যক্তিগত কাজ কিংবা কোনো অপরাধ জনসম্মুখে চলে এলে তখনই সেটা শিল্পী সমিতির দেখার বিষয়।’ উল্লেখ্য, গত বুধবার পরীমনির বনানীর বাসায় অভিযান চালায় র‌্যাব। সেখান থেকেও মদ ও মাদক উদ্ধারের কথা বলা হয়। মাদক আইনের মামলায় তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। এর আগে জুলাইয়ে এক ব্যবসায়ী বিরুদ্ধে ধর্ষণচেষ্টার মামলা করার পর শিল্পী সমিতিতে পাশে না পাওয়ার অভিযোগ তুলেছিলেন পরীমনি। তবে সে অভিযোগ অস্বীকার করে অঞ্জনা বলেন, ‘এটা ভুল কথা। জায়েদ খান তাকে সমিতিতে একটি চিঠি দেয়ার জন্য অনুরোধ করেছেন। কিন্তু তিনি তা অমান্য করে সংবাদ সম্মেলন করে ফেলেছেন। সেখানে তিনি কত ভুল তথ্য দিয়েছেন- সেটা আপনারা জানেন। এই পরিপ্রেক্ষিতে আমি বলব, ভবিষ্যতে যাতে আমাদের কোনো শিল্পী এই ভুল না করে। এটাই আমার অনুরোধ থাকবে।’

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়