শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি : চলতি সপ্তাহেই শতভাগ শিক্ষক টিকার আওতায়

আগের সংবাদ

উৎসবের গণটিকায় বিশৃঙ্খলা

পরের সংবাদ

ভালো আছেন সুমন

প্রকাশিত: আগস্ট ৯, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: আগস্ট ৯, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

বিনোদন প্রতিবেদক : দীর্ঘ পাঁচ মাসের চিকিৎসা শেষে দেশে ফিরেছেন বেসবাবা সুমন। ব্যাংকক ও দুবাইয়ে দীর্ঘ চিকিৎসা শেষে বর্তমানে তার শারীরিক অবস্থা প্রসঙ্গে এক ফেসবুক স্ট্যাটাসে জানিয়েছেন, ‘আমি এখন আগের চেয়ে অনেক সুস্থ। স্পাইনের ব্যথা অনেক কম। আগে ২-৩ মিনিটের বেশি বসে থাকতেই পারতাম না। এখন প্রতিদিন ২-৩ কিলোমিটার হাঁটাহাঁটি করতে পারি। আমার স্পাইনের সার্জারি লাগবে, কিন্তু সেটা আগামী এক বছরের মধ্যে করলেও চলবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার খারাপ সময়ে পাশে থাকার জন্য, আমার ওপর বিশ্বাস রাখার জন্য।’ স্পাইনাল কর্ড, ফুসফুসসহ একাধিক সময় ভুগতে থাকা বেসবাবা সুমনের জার্মানি যাওয়া প্রয়োজন ছিল অস্ত্রোপচারের জন্য। চিকিৎসকের সাক্ষাৎ-তারিখ নেয়ার পরও করোনার কারণে সেটা সম্ভব হয়নি। তবে জটিলতা বাড়ায় তাকে চলতি বছরের মার্চে ব্যাংককে নেয়া হয়। ক্যানসারকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে বারবার গিটারে ঝড় তুলেছেন যিনি, তিনি সাইদুস সালেহীন খালেদ সুমন (বেসবাবা সুমন)। দেশের অন্যতম সেরা বেস গিটারিস্ট সাইদুস সালেহীন খালেদ সুমন তার রক-সংগীতের জীবন শুরু করেন ১৯৮৬ সালে ‘ফ্রিকোয়েন্সি’ ব্যান্ড গঠনের মাধ্যমে। ১৯৯৭ সালে যোগ দেন ব্যান্ড ‘ওয়ারফেজ’-এ গিটারবাদক হিসেবে। দুই বছর পর ‘ওয়ারফেজ’ ছেড়ে সুমন নিজের প্রথম একক অ্যালবাম ‘সুমন ও অর্থহীন’ প্রকাশ করেন এবং সে বছরই প্রতিষ্ঠা করেন ‘অর্থহীন’ ব্যান্ড। ২০১৩ সাল থেকে একাধিকবার ক্যানসারে আক্রান্ত হলেও গান ছাড়েননি আলোচিত গিটারিস্ট।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়