ডিএনসিসি মেয়র আতিক : ডেঙ্গু প্রতিরোধে সবাইকে সচেতন করতে পারছি না

আগের সংবাদ

বেহাল রেলের মেগা প্রকল্প : খুলনা-মোংলা রেল প্রকল্পের কাজ কবে শেষ হবে কেউ জানে না

পরের সংবাদ

হাইকোর্ট : অপসাংবাদিকতার নামে দেশে কী হচ্ছে

প্রকাশিত: আগস্ট ৪, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: আগস্ট ৪, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ প্রতিবেদক : অপসাংবাদিকতার নামে দেশে কী হচ্ছে তার প্রমাণ হেলেনা জাহাঙ্গীর বলে মন্তব্য করেছেন হাইকোর্ট। গতকাল মঙ্গলবার চট্টগ্রামের দুদক কর্মকর্তার বদলির ঘটনায় হাইকোর্টের আদেশ নিয়ে ভুল সংবাদ প্রচার করায় দৈনিক পূর্বকোণের ক্ষমার জবাবে আদালত এমন মন্তব্য করেন।
আইপি টিভি নিয়ে উদ্বেগ জানিয়ে হাইকোর্ট বলেন, সাংবাদিকতার নামে কী হচ্ছে? আইপি টিভির বিষয়টি দুদক আইনজীবীকে নজর রাখতেও বলেন আদালত। যারা দুদক কর্মকর্তার বিষয়ে ভুল সংবাদ ছেপেছে সবাইকে সংশোধনী দেয়ারও নির্দেশ দেন আদালত। আগামী বৃহস্পতিবার এ বিষয়ে আদেশের দিনও ধার্য করেন আদালত।
এর আগে খুরশিদ আলম খান আদালতকে জানান, চট্টগ্রামের দৈনিক পূর্বকোণ পত্রিকা ভুল সংবাদ পরিবেশনের জন্য দুঃখ প্রকাশ করে সংশোধনী দিয়েছেন। দুর্নীতি দমন কমিশনের সমন্বিত জেলা কার্যালয় চট্টগ্রাম-২ এর উপসহকারী পরিচালক মো. শরীফ উদ্দিনের বদলি সংক্রান্ত কোনো আদেশ স্থগিত করেনি হাইকোর্ট। এরপরও ‘দুদকের সেই কর্মকর্তার বদলির আদেশ স্থগিত করেছে হাইকোর্ট’ শিরোনামে চট্টগ্রামের দৈনিক পূর্বকোণসহ বেশ কয়েকটি পত্রিকা সংবাদ প্রকাশ করে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়