ডিএনসিসি মেয়র আতিক : ডেঙ্গু প্রতিরোধে সবাইকে সচেতন করতে পারছি না

আগের সংবাদ

বেহাল রেলের মেগা প্রকল্প : খুলনা-মোংলা রেল প্রকল্পের কাজ কবে শেষ হবে কেউ জানে না

পরের সংবাদ

প্রতারক ঈশিতার প্রচার চালাত ১৮ আইপি টিভি

প্রকাশিত: আগস্ট ৪, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: আগস্ট ৪, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ প্রতিবেদক : দেশি-বিদেশি বিভিন্ন সংস্থার প্রতিনিধি পরিচয়ে প্রতারণার অভিযোগে রাজধানীর মিরপুর থেকে গ্রেপ্তার ইশরাত রফিক ঈশিতার প্রচার চালাত অবৈধ ১৮টি আইপি টিভি। এগুলো নিয়মিত ঈশিতার সব বক্তব্য প্রচার করত। যার কারণে টিভিগুলোর বিষয়ে খোঁজ খবর নিচ্ছে র‌্যাব। গতকাল মঙ্গলবার দুপুরে রাজধানীর কারওয়ানবাজারে এক সংবাদ সম্মেলনে র‌্যাবের লিগ্যাল এন্ড মিডিয়া উইংয়ের পরিচালক ও মুখপাত্র খন্দকার আল মঈন এ তথ্য জানিয়ে বলেন, ঈশিতার বিভিন্ন লেকচার, মতামত কথিত ১৮টি আইপি টিভি প্রচার করত। মূলত মানুষের সঙ্গে প্রতারণা করতে এই প্রচারণা করা হতো। এসব টিভি তার গুণকীর্তন করত। এসব কথিত টিভির বিরুদ্ধে র‌্যাব খোঁজ খবর নিচ্ছে। উল্লেখ্য, গত রবিবার সকালে রাজধানীর মিরপুর থেকে ঈশিতাকে তার সহযোগীসহ গ্রেপ্তার করে র‌্যাব-৪। এ সময় তাদের কাছ থেকে মাদক, বিভিন্ন প্রতিষ্ঠানের জাল সনদ, সেনা ইউনিফর্ম জব্দ করা হয়। তার বিরুদ্ধে এখন পর্যন্ত ৩টি মামলা দায়ের করা হয়েছে। আরো কয়েকটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে। বর্তমানে পুলিশ রিমান্ডে রয়েছেন ঈশিতা।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়