ডিএনসিসি মেয়র আতিক : ডেঙ্গু প্রতিরোধে সবাইকে সচেতন করতে পারছি না

আগের সংবাদ

বেহাল রেলের মেগা প্রকল্প : খুলনা-মোংলা রেল প্রকল্পের কাজ কবে শেষ হবে কেউ জানে না

পরের সংবাদ

চার মামলার শুনানি ১৪ দিনের রিমান্ডে হেলেনা জাহাঙ্গীর

প্রকাশিত: আগস্ট ৪, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: আগস্ট ৪, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ প্রতিবেদক : বাংলাদেশ আওয়ামী লীগের মহিলাবিষয়ক উপকমিটি থেকে সদ্য বহিষ্কৃত সদস্য জয়যাত্রা টেলিভিশনের পরিচালক হেলেনা জাহাঙ্গীরকে চার মামলায় মোট ১৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গতকাল মঙ্গলবার ঢাকার দুই মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের পৃথক আদালতে শুনানি শেষে পল্লবী থানায় দায়ের করা টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইনের মামলায় চার দিন, একই থানায় প্রতারণার মামলায় চার দিন এবং গুলশান থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে তিন দিন ও বিশেষ ক্ষমতা আইনের মামলায় তিন দিন মিলে মোট ১৪ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়।
এদিন ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় তিন দিনের রিমান্ড শেষ হলে হেলেনাকে আদালতে হাজির করে গুলশান থানা পুলিশ। এরপর সুষ্ঠু তদন্তের জন্য প্রতারণার মামলায় সাত দিনের ও টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইনের মামলায় সাত দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তারা। কিন্তু এ রিমান্ড আবেদনের বিরোধিতা করে জামিন আবেদন করেন আসামির আইনজীবী। পরে দুই মামলার শুনানি শেষে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহিনুর রহমানের আদালত জামিন নামঞ্জুর করে প্রত্যেক মামলায় চার দিন করে মোট আট দিনের রিমান্ড মঞ্জুর করেন।
অন্যদিকে একই দিনে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নিভানা খায়ের জেসির আদালতে গুলশান থানার ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় ফের ১০ দিনের রিমান্ড ও বিশেষ ক্ষমতা আইনে পাঁচ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন মামলা দুটির তদন্তকারী কর্মকর্তারা। এ রিমান্ড আবেদনেও বিরোধিতা করে জামিন আবেদন করেন হেলেনার আইনজীবী। পরে শুনানি শেষে আদালত প্রত্যেক মামলায় তার তিন দিন করে মোট ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এদিকে চার মামলার শুনানি শেষে রাষ্ট্রপক্ষের আইনজীবী পাবলিক প্রসিকিউটর (পিপি) আবদুল্লাহ আবু বলেন, হেলেনা জাহাঙ্গীরের বাসা থেকে যে বিপুল পরিমাণ মদ জব্দ করা হয়েছে সেটির কোনো লাইসেন্স তিনি দেখাতে পারেননি। তাই গুলশান থানায় তার বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে। এছাড়া তিনি রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মন্ত্রীদের মানহানি করেছেন। তাই তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনেও মামলা হয়েছে। এসব মামলায় পৃথক রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
এর আগে হেলেনার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলাটির তদন্ত প্রতিবেদন ১২ সেপ্টেম্বর, মাদকদ্রব্য ও বিশেষ ক্ষমতা আইনের মামলাটির প্রতিবেদন ১৩ সেপ্টেম্বর ও টেলিযোগাযোগ আইনের মামলাটির প্রতিবেদন ২৬ সেপ্টেম্বর দাখিলের দিন ধার্য করেছেন আদালত।
উল্লেখ্য, ২৯ জুলাই রাত ১২টার দিকে গুলশানের ৩৬ নম্বর রোডের ৫ নম্বর বাসায় দীর্ঘ প্রায় চার ঘণ্টা অভিযান শেষে হেলেনা জাহাঙ্গীরকে আটক করে র‌্যাব। এ সময় তার বাসা থেকে বিদেশি মদ, অবৈধ ওয়াকিটকি সেট, চাকু, বৈদেশিক মুদ্রা, ক্যাসিনো সরঞ্জাম ও হরিণের চামড়া উদ্ধার করা হয়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়