ডিএনসিসি মেয়র আতিক : ডেঙ্গু প্রতিরোধে সবাইকে সচেতন করতে পারছি না

আগের সংবাদ

বেহাল রেলের মেগা প্রকল্প : খুলনা-মোংলা রেল প্রকল্পের কাজ কবে শেষ হবে কেউ জানে না

পরের সংবাদ

গণমাধ্যমের প্রতি শিল্পীসংঘের ক্ষোভ

প্রকাশিত: আগস্ট ৪, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: আগস্ট ৩, ২০২১ , ১১:৫৭ অপরাহ্ণ

বিনোদন প্রতিবেদক : খবরের শিরোনামে আসা নানা অপরাধে অভিযুক্ত বেশির ভাগ মডেল-চিত্রনায়িকারই আসলে তেমন কোনো কাজ বা পরিচয় নেই, কোনো শিল্পী সংগঠনের সদস্যও নন। তবুও অপরাধ করে পুলিশের হাতে ধরা পড়লে বনে যান মডেল বা চিত্রনায়িকা! যা সত্যিকারের অভিনয়শিল্পী, চিত্রনায়িকা বা মডেলদের জন্য বিব্রতকর। বিষয়টি নিয়ে অভিনয় শিল্পীসংঘের সাধারণ সম্পাদক আহসান হাবিব নাসিম ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘ব্যক্তিগত পরিচয়, প্রভাব, বাহ্যিক সৌন্দর্য এবং কিছু ক্ষেত্রে কপালের জোরে দুয়েকটি বিজ্ঞাপন বা নাটকে কাজ করলেই তাকে মডেল বা অভিনেত্রী বলা যায় কি না সেই ভাবনাটা এখন জরুরি হয়ে উঠছে।’ গণমাধ্যমের প্রতি নাসিমের অভিযোগ, কোথাও পুলিশি অভিযানে ধরপাকড় হলে অনেক ক্ষেত্রেই দেখা যায় খবরের শিরোনাম হয় ‘অমুক মডেল বা অভিনেতা/অভিনেত্রী গ্রেপ্তার’; যা অবধারিতভাবে হয়ে ওঠে আকর্ষণীয় সংবাদ! এ ধরনের শিরোনাম সর্বজন শ্রদ্ধেয়, প্রথিতযশা অভিনেতা-অভিনেত্রী, মডেলসহ বিনোদন মাধ্যমে নিষ্ঠার সঙ্গে কর্মরত সবার জন্য সামাজিকভাবে অত্যন্ত বিব্রতকর এবং অসম্মানজনক। অভিনয় শিল্পীসংঘ মনে করছে, গণমাধ্যম কাকে অভিনেতা/অভিনেত্রী বা মডেল বলবে তার ওপরই নির্ভর করে এই পরিস্থিতি তৈরি হবে কি না। অভিনয় জগতের অসংখ্য সম্মানিত, নানা প্রতিকূলতার মধ্যে স্বপ্নপূরণের লক্ষ্যে কাজ করে যাওয়া স্ট্রাগল এবং বিনোদনের বিভিন্ন ক্ষেত্রে কাজ করে নিজের প্রতিভার স্বাক্ষর রাখতে উদগ্রীব নতুন প্রজন্মকে এরকম বিব্রতকর প্রশ্নের সম্মুখীন যেন না হতে হয়, সেটির জন্য গণমাধ্যমকে আরো দায়িত্বশীল হওয়ার অনুরোধ করেছে সংঘ। আহসান হাবিব নাসিম বলেন, ‘গণমাধ্যম যখন এমন কাউকে নিয়ে হেডলাইন করবেন, সংশ্লিষ্ট সংগঠনগুলো থেকে যাচাই এবং মিডিয়ার কাজে তার নিষ্ঠা, অবদান প্রভৃতি গুরুত্বের সঙ্গে বিবেচনায় নিয়ে খবরে তার পেশাটি উল্লেখ করবেন, এটাই আমাদের অনুরোধ ও প্রত্যাশা।’

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়