ডিএনসিসি মেয়র আতিক : ডেঙ্গু প্রতিরোধে সবাইকে সচেতন করতে পারছি না

আগের সংবাদ

বেহাল রেলের মেগা প্রকল্প : খুলনা-মোংলা রেল প্রকল্পের কাজ কবে শেষ হবে কেউ জানে না

পরের সংবাদ

খুলনায় ১০ কেজি হরিণের মাংসসহ শিকারি আটক

প্রকাশিত: আগস্ট ৪, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: আগস্ট ৪, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ প্রতিবেদক : খুলনার কয়রা থানার ঘড়িলাল এলাকা থেকে হরিণের প্রায় ১০ কেজি মাংসসহ এক শিকারিকে আটক করেছে কোস্ট গার্ড। আটক শিকারি আল-আমিন হোসেন সাতক্ষীরা জেলার শ্যামনগর থানার ১০ নম্বর সরা ল²ীখোলা এলাকার মুসা ঢালীর ছেলে। গত সোমবার গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
কোস্ট গার্ড সদর দপ্তর সূত্র জানিয়েছে, কোস্ট গার্ড পশ্চিম জোনের বিসিজি স্টেশন কয়রার একটি টহল দল অভিযান চালিয়ে হরিণের মাংসসহ তাকে আটক করে। শিকারি আল-আমিনের মতোই কিছু অসাধু ব্যক্তি নিজ স্বার্থ হাসিলে বিভিন্নভাবে এমন অবৈধ কার্যক্রম চালিয়ে যাচ্ছে, যে কারণে সুন্দরবনের প্রাণিজসম্পদ বিলুপ্তির মুখে। পরে হরিণের মাংস এবং আটক শিকারিকে আইনানুগ ব্যবস্থা নিতে কোবাদক ফরেস্ট অফিসে হস্তান্তর করা হয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়