জগন্নাথ বিশ্ববিদ্যালয় : প্রক্টর ড. মোস্তফা কামালের মেয়াদ বাড়ল

আগের সংবাদ

গণভবন থেকে ভিডিও কনফারেন্সিংয়ে প্রধানমন্ত্রী : কেউ গৃহহীন থাকবে না

পরের সংবাদ

মির্জাপুরে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে মৃত্যু

প্রকাশিত: আগস্ট ৩, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: আগস্ট ৩, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : টাঙ্গাইলের মির্জাপুরে মাছ ধরতে গিয়ে নৌকা থেকে পড়ে পানিতে ডুবে লুৎফর রহমান (৩৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গতকাল সোমবার দুপুর ১২টার দিকে উপজেলার মীর দেওহাটা লৌহজং নদীতে মাছ ধরতে গিয়ে তার মৃত্যু হয়। লুৎফর রহমান উপজেলার গোড়াই ইউনিয়নের মীর দেওহাটা গ্রামের মৃত মুকছেদ আলীর ছেলে। লুৎফরের প্রতিবেশী গোড়াই ইউপি সদস্য মো. আলী মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা যায়, লুৎফর রহমান দুপুর ১২টার দিকে মাছ ধরার জাল নিয়ে (ঝাঁকি জাল) নৌকাযোগে বাড়ির পাশেই লৌহজং নদীতে মাছ ধরতে যান। নদীতে জাল ফেলে হাতের সঙ্গে রশি দিয়ে জাল বেঁধে রাখেন। একপর্যায়ে নদীর প্রবল স্রোতে তিনি নৌকা থেকে পানিতে পড়ে ডুবে যান।
এ সময় নদীর পাড়ের দোকানে থাকা লোকজন তাকে উদ্ধার করতে পানিতে নামে। আধা ঘণ্টা পর উদ্ধার করে কুমুদিনী হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মির্জাপুর থানার ডিউটি অফিসার উপপরিদর্শক আরিফ হোসেন বলেন, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়