জগন্নাথ বিশ্ববিদ্যালয় : প্রক্টর ড. মোস্তফা কামালের মেয়াদ বাড়ল

আগের সংবাদ

গণভবন থেকে ভিডিও কনফারেন্সিংয়ে প্রধানমন্ত্রী : কেউ গৃহহীন থাকবে না

পরের সংবাদ

মাধবপুরে ফুটবল খেলা নিয়ে সংঘর্ষ আহত অর্ধশত

প্রকাশিত: আগস্ট ৩, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: আগস্ট ৩, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুরে ফুটবল খেলা নিয়ে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে অন্তত অর্ধশতাধিক লোক আহত হয়েছেন। গতকাল রবিবার দুপুরে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার আদাঐর ইউনিয়নের সম্বতপুর গ্রামের লোকজন একটি ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেন। গত শনিবার বিকালে সম্বতপুর গ্রামের লোকজন বিলে খেলতে গেলে বহরা ইউনিয়নের সুন্দাদিল গ্রামের লোকজনও খেলতে আসেন। এই নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। রাতে সম্বতপুর গ্রামের মন্নর আলী ও তার ভাতিজা গিয়াস উদ্দিন স্থানীয় দীঘিরপাড় বাজারে গেলে সুন্দাদিল গ্রামের লোকজন তাদের মারপিট করে।
এর জের ধরে গত রবিবার সম্বতপুর ও সুন্দাদিল গ্রামের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন। খবর পেয়ে মাধবপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষে উভয়পক্ষের অর্ধশতাধিক লোক আহত হয়েছেন।
সম্বতপুর গ্রামের আহত মন্নর আলী হাসপাতাল থেকে জানান, সম্বতপুর গ্রামের লোকজন ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেন। শনিবার তারা ফুটবল খেলতে গেলে সুন্দাদিল গ্রামের লোকজনও আসেন খেলতে। এ নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। গতকাল বহরা ইউনিয়নের চেয়ারম্যান আরিফের কথায় সুন্দাদিল গ্রামের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে আমরা আহত হয়েছি।
বহরা ইউনিয়নের চেয়ারম্যান আরিফুর রহমান অভিযোগ অস্বীকার করে বলেন, ফুটবল খেলা নিয়ে সংঘর্ষ হয়েছে। তিনি ও আদাঐর ইউনিয়নের চেয়ারম্যান গিয়ে দুপক্ষকে শান্ত করেছেন।
আদাঐর ইউনিয়নের চেয়ারম্যান ফারুক পাঠান জানান, ফুটবল খেলা নিয়ে সংঘর্ষ হয়েছে। পুলিশ গিয়ে পরিস্থিতি শান্ত করেছে।
মাধবপুর থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে। অভিযোগ করলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়