জগন্নাথ বিশ্ববিদ্যালয় : প্রক্টর ড. মোস্তফা কামালের মেয়াদ বাড়ল

আগের সংবাদ

গণভবন থেকে ভিডিও কনফারেন্সিংয়ে প্রধানমন্ত্রী : কেউ গৃহহীন থাকবে না

পরের সংবাদ

উল্লাপাড়া বোয়ালিয়া পশুর হাট বন্ধ করে দিল প্রশাসন

প্রকাশিত: আগস্ট ৩, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: আগস্ট ৩, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি : উল্লাপাড়ার বোয়ালিয়ায় বসানো পশুর হাট বন্ধ গত রবিবার করে দিয়েছে উপজেলা প্রশাসন। উল্লাপাড়ার সহকারী কমিশনার (ভূমি) ইসরাত জাহান সেনা সদস্য ও পুলিশের সহযোগিতায় এ হাট বন্ধ করে দেন। করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় ঈদুল আজহার পর প্রশাসনের অনুমতি ছাড়া পশুর হাট বসানো নিষিদ্ধ করা হয়েছে।
বোয়ালিয়া পশুর হাটের ইজারাদার বুদ্ধু মিয়া জানান, তারা নিজেদের উদ্যোগে হাট বসাননি। গরুর ব্যবসায়ীরা প্রচলিত নিয়মানুযায়ী রবিবারের হাটের দিনে তারা অনেক গরু হাটে তোলেন। এ সময় ক্রেতারা সেখানে ভিড় জমায়। খবর পেয়ে উপজেলা প্রশাসন থেকে সহকারী কমিশনার ঘটনাস্থলে এসে হাট বন্ধ করে দেন।
এ ব্যাপারে ইসরাত জাহান জানান, বিনা অনুমতিতে বোয়ালিয়ায় হাট বসানো হয়েছিল। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে হাটটি বন্ধ করে দেয়া হয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়