শিগগিরই প্রয়োগ শুরু : আরো ৭ লাখ ৮১ হাজার টিকা এলো জাপান থেকে

আগের সংবাদ

বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে গুলিবিদ্ধ ২ : সশস্ত্র আরসা ও আরএসও আধিপত্যের দ্বন্দ্ব প্রকাশ্যে

পরের সংবাদ

হিজড়া চরিত্রে প্রশংসিত শামীম

প্রকাশিত: আগস্ট ২, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: আগস্ট ২, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

বিনোদন প্রতিবেদক : পরিচালক মুহাম্মদ মিফতাহ্ আনান নিজের গল্পে নির্মাণ করেছেন নাটক ‘মোমের পুতুল’। মানবাধিকার বঞ্চিত, অন্ধকার জগতের বাসিন্দা ও সমাজের অবহেলিত তৃতীয় লিঙ্গ তথা হিজড়াদের জীবনযাত্রা এবং পরিবার থেকে পাওয়া অবহেলার ওপর ভিত্তি করে এগিয়ে নাটকের গল্প। এতে ‘নেয়না’ চরিত্রে অভিনয় করেছেন এ প্রজন্মের অভিনেতা শামীম হাসান সরকার। ঈদকে কেন্দ্র করে প্রতি বছরই নির্মিত হয় অধিক সংখ্যক নাটক। তার মধ্যে কিছু নাটক আসে আলোচনায়। এবারও সে রকম কিছু নাটক নির্মিত হয়েছে। তবে এরই মধ্যে আলোচনার তুঙ্গে চলেছেন ‘মোমের পুতুল’ নাটকটি। ব্যাপক সাড়া ফেলেছে দর্শক মহলে। পাশাপাশি অর্জন করছে ভূয়সী প্রশংসা। ইউটিউব থেকে নাটকটি দেখে আবেগ-আপ্লুত হয়ে মন্তব্য করছেন হাজারো দর্শক। তারা তাদের অনুভূতি লিখছেন কমেন্ট বক্সে। আর অভিনয় দিয়ে মুগ্ধতা ছড়িয়েছেন ঈদের নাটকে শামীম হাসান সরকার। নাটকটি প্রসঙ্গে শামীম হাসান সরকার বলেন, গল্পে আমি ছেলে হয়ে জন্মাই। আমার নাম থাকে নয়ন। একটা সময় জানা যায় আমি ছেলে নই, তৃতীয় লিঙ্গের মানুষ। তখন নামটিও বদলে যায়। নয়ন থেকে হয়ে যাই ‘নেয়না’। নাটকটির মাধ্যমে বিনোদনের পাশাপাশি আমাদের সমাজকে একটি গুরুত্বপূর্ণ মেসেজ দেয়ার চেষ্টা করেছি। ‘মোমের পুতুল’ নাটকটিতে শামীম হাসান সরকার ছাড়াও আরো অভিনয় করেছেন সাবেরী আলম, শহীদুজ্জামান সেলিম, ফরহাদ লিমন প্রমুখ। ‘মোমের পুতুল’ নাটকটি গত ২৯ জুলাই গেøাবাল টিভির ইউটিউবে প্রচার হয়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়