হেফাজতের সহিংসতা : এজাহারনামীয় এক আসামি গ্রেপ্তার

আগের সংবাদ

বোল্টের সিংহাসনে বসলেন জ্যাকবস

পরের সংবাদ

শেরপুর : ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ধর্ষণের মামলা

প্রকাশিত: আগস্ট ১, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: আগস্ট ১, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

শেরপুর (বগুড়া) প্রতিনিধি : শেরপুরে খামারকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল ওহাবের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে থানায় মামলা দায়ের করেছেন দুই সন্তানের জননী। গত শুক্রবার রাত ১০টার দিকে শেরপুর থানায় এই মামলা দায়ের করেছেন ভুক্তভোগী নারী। অভিযুক্ত ইউপি চেয়ারম্যান মো. আব্দুল ওহাব শেরপুর উপজেলার খামারকান্দি ইউনিয়নের খামারকান্দি গ্রামের মৃত ফয়েজ উদ্দিনের ছেলে। এজাহার সূত্রে জানা যায়, দুই সন্তানের জননী ওই নারী প্রায় এক বছর পূর্বে ইউপি চেয়ারম্যানের এক আত্মীয়কে ৫০ হাজার টাকা ধার দেন। এ বিষয়ে গত বৃহস্পতিবার রাতে চেয়ারম্যানকে ফোন করলে তিনি তাকে বাসায় যেতে বলেন। শুক্রবার সন্ধ্যার দিকে ওই নারী শেরপুর শহরের জগন্নাথপাড়ায় চেয়ারম্যানের ভাড়া বাসায় গেলে চেয়ারম্যান আব্দুল ওহাব ওই নারীকে ধর্ষণ করেন। পরে ওই নারী শেরপুর থানায় গিয়ে ধর্ষণের অভিযোগে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে আইনের ৯ (১) ধারায় মামলা দায়ের করেন।
অভিযুক্ত ইউপি চেয়ারম্যান আব্দুল ওহাব বলেন, আমাকে ষড়যন্ত্র মূলকভাবে ফাঁসানো হয়েছে। আমি আইনগতভাবে তা মোকাবিলা করব।

শেরপুর থানার ওসি মো. শহিদুল ইসলাম জানান, ধর্ষণের অভিযোগে চেয়ারম্যানের বিরুদ্ধে থানায় মামলা দায়ের হয়েছে। ভিকটিমের মেডিক্যাল পরীক্ষার জন্য তাকে হাসপাতালে পাঠানো হয়েছে। আসামি পলাতক রয়েছে। তাকে ধরতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়