হেফাজতের সহিংসতা : এজাহারনামীয় এক আসামি গ্রেপ্তার

আগের সংবাদ

বোল্টের সিংহাসনে বসলেন জ্যাকবস

পরের সংবাদ

প্রতিবন্ধীকে মারধরের মামলায় গ্রেপ্তার ১

প্রকাশিত: আগস্ট ১, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: আগস্ট ১, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি : মহাদেবপুরে গত শুক্রবার মোবাইলের সিম চুরির অভিযোগে এক প্রতিবন্ধী কিশোরের হাত-পা বেঁধে নির্যাতনের ঘটনায় পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে। তাকে গতকাল শনিবার কারাগারে পাঠানো হয়েছে। নির্যাতিত কিশোরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার ভীমপুর ইউনিয়নের বাগাচারা গ্রামের নির্মাণাধীন এলপিজি গ্যাস পাম্পে।
পুলিশ জানায়, এদিন সকালে ওই পাম্পের নৈশপ্রহরী শিকারপুর গ্রামের মৃত তোফাজ্জল হোসেনের ছেলে মো. বকুল হোসেনের (৫০) মোবাইল ফোনের সিম কার্ড চুরি হয়। এ সিম চুরির ঘটনায় জড়িত সন্দেহে বকুল হোসেন বাগাচারা গ্রামের মো. খোরশেদ আলমের ছেলে মানসিক প্রতিবন্ধী সিহাব হোসেনের (১৪) হাত-পা বেঁধে এদিন সকাল ১০টার দিকে পাম্পের একটি ঘরে বেধড়ক নির্যাতন করে। এ নির্যাতনের সময় সিহাবের চিৎকারে পার্শ্ববর্তী লোকজন ঘটনাস্থলে গিয়ে সিহাবকে উদ্ধার করে। এ সময় উত্তেজিত লোকজন বকুল হোসেনকে উত্তম মধ্যম দিয়ে থানা পুলিশে সোপর্দ করে। ঘটনার সত্যতা নিশ্চিত করে থানার ওসি (তদন্ত) আবুল কালাম আজাদ জানান, এ ব্যাপারে সিহাবের বাবা বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। গ্রেপ্তারকৃত বকুল হোসেনকে গতকাল আদালতে পাঠানো হয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়