হেফাজতের সহিংসতা : এজাহারনামীয় এক আসামি গ্রেপ্তার

আগের সংবাদ

বোল্টের সিংহাসনে বসলেন জ্যাকবস

পরের সংবাদ

না ফেরার দেশে টিটির আনু

প্রকাশিত: আগস্ট ১, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: আগস্ট ১, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ প্রতিবেদক : বাংলাদেশ টেবিল টেনিস (টিটি) ফেডারেশনের সাবেক সাধারণ সম্পাদক শামসুল আলম গতকাল মৃত্যুবরণ করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর। দেশের ক্রীড়াঙ্গনে তিনি ‘আনু ভাই’ নামেই পরিচিত ছিলেন। এই একনিষ্ঠ ক্রীড়া সংগঠকের মৃত্যুতে দেশের ক্রীড়াঙ্গনে নেমে এসেছে শোকের ছাঁয়া। প্রবীণ এই সংগঠকের মৃত্যুতে শোক জানিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। এক শোকবার্তায় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, শামসুল আলম আনু দেশের একজন প্রথিতযশা ক্রীড়া সংগঠক ছিলেন। তিনি দেশের অন্যতম প্রাচীন ক্লাব ওয়ারি ও বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশনের সাধারণ সম্পাদক হিসেবে অত্যন্ত দক্ষতা ও সততার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। তার মৃত্যু দেশের ক্রীড়াঙ্গনে এক অপূরণীয় ক্ষতি। ক্রীড়ার উন্নয়নে তিনি আমৃত্যু সচেষ্ট ছিলেন। ক্রীড়াঙ্গনে তার অবদান জাতি চিরকাল কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করবে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়