ফজিলাতুন নেসা ইন্দিরা : নারীর ক্ষমতায়নের অন্যতম হাতিয়ার হতে পারে রান্নাও

আগের সংবাদ

৫ সিনেমা নিয়ে অপেক্ষায় অপু

পরের সংবাদ

১৫ ব্যান্ডের গান নিয়ে ব্যান্ড শো

প্রকাশিত: জুলাই ২০, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জুলাই ২০, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

বিনোদন প্রতিবেদক : ঈদে বাংলাদেশ টেলিভিশনের অনুষ্ঠান আয়োজনে সরাসরি সংগীত বিষয়ক অনুষ্ঠান, লোকসংগীত ও আঞ্চলিক সংগীতের অনুষ্ঠান যেমন আছে ঠিক তেমনি অনুষ্ঠানমালার বড় একটা অংশজুড়ে রয়েছে ব্যান্ড সংগীতের আয়োজন। যে অনুষ্ঠানগুলোতে গান গেয়েছে দেশের খ্যাতনামা ১৫টি ব্যান্ড। বিটিভির অনুষ্ঠান বিভাগ জানিয়েছে, ঈদের দিন বিকাল ৫টা ১০ মিনিটে প্রচারিত হবে ব্যান্ড শো ‘রক কার্নিভাল’। ৮টি স্বনামধন্য ব্যান্ডের অংশগ্রহণে এ অনুষ্ঠানটি সাজানো হয়েছে। অনুষ্ঠানে গাইবে ব্যান্ড চিরকুট, আর্বোভাইরাস, ব্ল্যাক, নোভা, মেকানিক্স, ইনডালো, পেন্টাগন এবং ব্যান্ড ট্রেইনরেক। ফজলে আজিম জুয়েলের প্রযোজনায় ‘রক কার্নিভাল’ উপস্থাপনা করেছেন মুনিয়া ইসলাম। ঈদের ৪র্থ দিন বিকাল ৫টা ১০ মিনিটে প্রচারিত হবে ব্যান্ড শো ‘হাসতে দেখো গাইতে দেখো’। নীল হুরে জাহানের উপস্থাপনায় এটি প্রযোজনা করেছেন লুৎফর রহমান রবিন। এ আয়োজনে গাইবে ব্যান্ড সিম্পনী, পার্থিব, এফ মাইনর এবং শহরতলী। ঈদের ষষ্ঠ দিন রাত ৮টা ৪৫ মিনিটে শাহ জামান মিয়ার প্রযোজনায় প্রচারিত হবে ব্যান্ড শো ‘ঈদের ব্যান্ড সংগীত’। গাইবে ব্যান্ড কিশোর এন্ড ফ্রেন্ডস, নরদান স্টার এবং রেশমি ও মাটি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়