ডিআরআরএ আয়োজিত ওয়েবিনার : প্রতিবন্ধী ভাতাসহ অন্যান্য সুবিধা বাড়ানোর দাবি

আগের সংবাদ

মহামারিতেও আনন্দময় হোক ঈদ

পরের সংবাদ

ত্রয়োদশ ত্যাগপর্ব

প্রকাশিত: জুলাই ১৯, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জুলাই ১৯, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

তেরোটি তারার জন্য আমি জমাতে চেয়েছিলাম
তেরোটি আকাশ-
তুমি বললে, ‘আনলাকি থার্টিন’
আমি পুরনো সমুদ্রের দিকে তাকিয়ে দেখলাম;
তেরোটি রাজহাঁস কিনারের দিকে ছুটছে।

প্রাণ, আক্রান্ত হলে অসুখ তখন দেহের
মালা হয়ে পড়ে!
আজীবন যে ত্যাগের আনন্দ মানুষকে
মহিমান্বিত করতো, সেই ত্যাগ
হয়ে ওঠে বেদনার পোশাক-
জিম্মি সূর্যের মতো জীবন কেবল ছটফট করে।

আমরা কোভিড উনিশের যে কালাক্ষর
এখন পড়ছি, তাতে কেবলই বিষাদ!
আর যে গল্প প্রাণকে কাঁদায়,
সম্ভবত, সেই ঘোরেই আবর্তিত হয়
আনলাকি থার্টিনের দিবস-রজনী।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়