ডিআরআরএ আয়োজিত ওয়েবিনার : প্রতিবন্ধী ভাতাসহ অন্যান্য সুবিধা বাড়ানোর দাবি

আগের সংবাদ

মহামারিতেও আনন্দময় হোক ঈদ

পরের সংবাদ

কখনো মেঘ কখনো রোদ্দুর

প্রকাশিত: জুলাই ১৯, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জুলাই ১৯, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

কবিতা ও প্রেম দুটোই-ই ঐশ্বরিক!
জীবনের এক যাত্রায় সব পাওয়া হয় না;
কিছু পেতে হলে কিছু ত্যাগ অবধারিত।
জীবন অলিন্দ্যজুড়ে যখন ফোটে রঙিন পুষ্প;
দখিনা বাতায়ন নড়ে ওঠে বসন্ত সমীরণে,
হরেক রঙে, সুবাসে মাদকতা ছড়িয়ে পড়ে,
অন্তকরণের গোপন পুষ্প কাননে,
কাব্য তখন কিঞ্চিৎ হলেও হয় শ্রীহীন,
কবি থেকে দূরে রয় কাব্য; ক্ষণকালীন।
এই তো হলো কাব্যের জীবন।
অতি সুখে, অতি বিরহে কাব্যের বাস;
অনতিকালের অনতিদূরে।
আবার যখন শ্রাবণের বাও লাগে জীবনে
শ্রাবণের ঝরঝর বরিষণে পিছল হয় কপোল,
মন-অলিন্দ্যের শুকনো মালতি ঝরে তপ্তদাহে;
কবিতার আগমন তখন আনন্দ বাদ্য বাজিয়ে,
শব্দের তুমুল মিছিলে, নব রঙিন উৎসবে।
কবিতা ও সুখ-দুটো এক সাথে চাওয়া বাহুল্য
জীবনে দুটোই-ই ভীষণ দুর্মূল্য।
তাই কখনো কাব্য, কখনো সুখ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়