ভূমিহীনদের ঘর পুনর্নির্মাণের দাবি বিএনপির

আগের সংবাদ

ঈদ ঘিরে লকডাউন শিথিল : ১৫ থেকে ২২ জুলাই পর্যন্ত ৮ দিন সারাদেশে বিধিনিষেধ শিথিল, আজ প্রজ্ঞাপন

পরের সংবাদ

বিশ্ব মিডিয়ার চোখে ‘রেহানা মরিয়ম নূর’

প্রকাশিত: জুলাই ১২, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জুলাই ১২, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

বিনোদন প্রতিবেদক : ভূমধ্যসাগর পাড়ে চলছে বাংলাদেশি সুবাতাস। কান চলচ্চিত্র উৎসবের ৭৪তম আসরে গর্ব বয়ে এনেছে ‘রেহানা মরিয়ম নূর’ সিনেমা। আবদুল্লাহ মোহাম্মদ সাদ নির্মিত এ সিনেমা আঁ সার্তে রিগায় বিভাগে প্রদর্শিত হয়ে পেয়েছে মুহুর্মুহু করতালি। পাচ্ছে লালগালিচাসহ নানা স্থানে বিশেষ সম্মান। ছবিটি শুধু দেশি মিডিয়াই নয়, ফ্রান্সসহ বিশ্ব মিডিয়ায় বিশেষ কাভারেজও পাচ্ছে। এদিকে ভারতীয় পত্রিকা এনডিটিভি রিভিউ প্রকাশ করেছে সিনেমাটির। সেখানে বলা হয়, ‘‘লেখক-পরিচালক আবদুল্লাহ মোহাম্মদ সাদের ‘রেহানা মরিয়ম নূর’র টেক্সচার, শৈলী ও নির্মাণ কৌশলের মিলন নিখুঁত। সিনেমাটিতে স্ব-ইচ্ছায় প্রকাশিত চরিত্রটি এমন এক বিশ্বের বিরুদ্ধে দাঁড়িয়েছে- যা অনবদ্য।’’ অন্যদিকে সিনেমার অভিনেত্রী বাঁধন প্রসঙ্গে তারা লেখে, ‘গভীরভাবে প্রভাবিত করেছে বাঁধনের পারফরম্যান্স।’ দেশটির আরেক ইংরেজি দৈনিক টাইমস অব ইন্ডিয়া লিখেছে, ‘ছবিটি ইতিহাস তৈরি করেছে। প্রদর্শনীতেই পেয়েছে স্ট্যান্ডিং ওভেশন।’ চলচ্চিত্রবিষয়ক ভারতীয় পত্রিকা ফিল্মফেয়ারের ভাষ্য, ‘‘রেহানা নামের যে চরিত্রটি সেটির অভিনেত্রী বাঁধন। যিনি ইতোমধ্যেই ভারতীয় সৃজিত মুখার্জির ওয়েব সিরিজ ‘রবীন্দ্রনাথ এখানে কখনও খেতে আসেনি’তে অভিনয় করেছেন। বাংলাদেশিদের জন্য ছবিটি কানে নতুন ইতিহাস তৈরি করেছে; যা স্বাধীন চলচ্চিত্র নির্মাতাদের জন্য বিশাল এক অনুপ্রেরণা।’’ এদিকে ফরাসি পত্রিকা টট লা কালচার, লে ম্যাগ ডু সিনে, ল’ ইন্টারন্যাটসহ বেশ কয়েকটি সংস্থাও নিয়মিত ‘রেহানা মরিয়ম নূর’র সংবাদ প্রকাশ করছে। এর মধ্যে ফ্রান্স ২৪ লিখেছে, ?‘মুভিটি গভীরভাবে যৌনতাবাদী পরিবেশে অন্যায়ের বিরুদ্ধে লড়াইয়ের প্রতীক। রেহানা চরিত্রটিও অবিচ্ছিন্ন!’
সাদ প্রসঙ্গে তারা লেখে, ‘‘এটা সত্যিই ভালো যে বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ আসরে তরুণ ট্যালেন্টরা উঠে আসছেন। ৩৬ বছর বয়সী চিত্রনাট্যকার ও পরিচালক আবদুল্লাহ মোহাম্মদ সাদ, যার ফিচার ফিল্ম ‘রেহানা মরিয়ম নূর’ স্ট্যান্ডিং ওভেশন পেয়েছে।’’

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়