ভূমিহীনদের ঘর পুনর্নির্মাণের দাবি বিএনপির

আগের সংবাদ

ঈদ ঘিরে লকডাউন শিথিল : ১৫ থেকে ২২ জুলাই পর্যন্ত ৮ দিন সারাদেশে বিধিনিষেধ শিথিল, আজ প্রজ্ঞাপন

পরের সংবাদ

কান উৎসব বন্ধ হওয়া খবর মিথ্যা

প্রকাশিত: জুলাই ১২, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জুলাই ১২, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

বিনোদন ডেস্ক : করোনার কারণে গত দুই বছর বন্ধ ছিল কান চলচ্চিত্র। নিষেধের মধ্যে নিরাপত্তা বলয়ে পর্দা উঠেছিল এ উৎসবের। ৬ জুলাই ৭৪তম আসর উদ্বোধন হয়েছে, যা চলার কথা ১৭ জুলাই পর্যন্ত। তবে এরই মধ্যে শুরু হয়েছে কানাঘুষা। উৎসবের মূল প্রতিযোগিতা বিভাগে লড়াই করা ২৪টি সিনেমার তিনটিতে অভিনয় করা ফরাসি অভিনেত্রী লেয়া সিদু নাকি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন! তাই গুজব উঠেছে বন্ধ হয়ে যেতে পারে উৎসব। যদিও সিদু এখন কান শহরেই নেই! আপাতত প্যারিসে কোয়ারেন্টাইনে আছেন। জানা গেছে, কোভিড-১৯ প্রতিরোধী টিকাও নিয়েছেন লেয়া সিদু। এরপরও আক্রান্ত হলেন মহামারিতে। এমনকি তার শরীরে নেই কোনো উপসর্গও। তবে বিষয়টিকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন কান উৎসবের পরিচালক থিয়েরি ফ্রেমো। গণমাধ্যমকে বলেন, ‘গতকাল ৯ জুলাই ব্যাজধারীদের মধ্যে তিন হাজারের বেশি নমুনা পরীক্ষা করা হয়েছে, কিন্তু কাউকে পজিটিভ পাওয়া যায়নি। আমাদের বলতে হচ্ছে, কান মাঝপথে বন্ধ হয়ে যাওয়া খবর গুজব ও ভিত্তিহীন।’ ‘জেমস বন্ড’ তারকা সিদু ২০১৩ সালে ‘ব্লু ইজ দ্য ওয়ার্মেস্ট কালার’ ছবির সুবাদে কানে সেরা অভিনেত্রী হন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়