ভূমধ্যসাগর হয়ে ইউরোপ : বাংলাদেশিসহ ৪৩ অভিবাসীর সলিল সমাধির আশঙ্কা

আগের সংবাদ

অনিয়মে প্রশ্নবিদ্ধ ‘আশ্রয়ণ’ > দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা : পাঁচ কর্মকর্তা ওএসডি, দুজনের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত

পরের সংবাদ

স্মরণ : প্লে-ব্যাক সম্রাটের চলে যাওয়ার এক বছর

প্রকাশিত: জুলাই ৬, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জুলাই ৬, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

বিনোদন ডেস্ক : বিংশ শতাব্দীর আট এবং নয়ের দশক ছিল রেডিও কিংবা ক্যাসেট প্লেয়ারের যুগ। সে সময় এন্ড্রু কিশোর তার দরদ ভরা কণ্ঠে যে গানই গাইতেন, সে গানই ছড়িয়ে পড়ত শহর থেকে গ্রামে। এন্ড্রু কিশোরের প্লেব্যাক যাত্রা শুরু হয় ১৯৭৭ সালে। আলম খানের সুরে ‘মেইল ট্রেন’ সিনেমায় প্রথম প্লেব্যাক করেন তিনি। সেখানে গাইলেন ‘অচিনপুরের রাজকুমারী নেই যে তার কেউ’ গানটি। দ্বিতীয় গান ছিল বাদল রহমান পরিচালিত ‘এমিলের গোয়েন্দা বাহিনী’ সিনেমার ‘ধুম ধাড়াক্কা’। এরপর ১৯৭৯ সালে এ জে মিন্টু পরিচালিত ‘প্রতিজ্ঞা’ সিনেমায় ‘এক চোর যায় চলে’ গানটি গেয়ে ব্যাপক প্রশংসিত হন। রেডিওর যুগ পেছনে ফেলে ঘরে ঘরে যখন পৌঁছে গেল টেলিভিশন, তখন তিনি আরো বিস্তৃতি লাভ করেন। প্রতি শুক্রবার দুপুরের পর বিটিভিতে যেসব সিনেমা প্রচার হতো, সেসব সিনেমায় কোনো না কোনে গান অবশ্যই থাকত তার কণ্ঠে। ছোটবেলায় এন্ড্রু কিশোরের নায়ক ছিলেন কিশোর কুমার। তার কিছুটা প্রভাবও হয়তো রয়েছে। এমনকি এন্ড্রু কিশোরের আসল নাম ছিল কিশোর কুমার বাড়ৈ। নামটি রেখেছিলেন তার মা মিনু বাড়ৈ। এই নামটি তিনি রেখেছিলেন এই ভেবে যে, তার ছেলেও একদিন কিশোর কুমারের মতো নামি গায়ক হবেন। কিন্তু গান গাইতে এসে সেই নাম পাল্টাতে হল প্লেব্যাক স¤্রাটকে। মা ও বাবা ক্ষীতিশ চন্দ্র বাড়ৈর অনুমতিক্রমে তখন নিজেই নামটি ছোট করে রাখলেন ‘এন্ড্রু কিশোর’। কবি রুদ্র মুহম্মদ শহিদুল্লাহর লেখা ‘আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে’ গানটিও জনপ্রিয়তা পায় এন্ড্রু কিশোরের কণ্ঠেই। গানটি তিনি গেয়েছিলেন সালমান শাহ-শাবনূর অভিনীত মতিন রহমানের ‘তোমাকে চাই’ সিনেমার জন্য। শুধু সালমান শাহই নয়, তার গানে লিপসিং করেছেন সে প্রজন্মের চিত্রনায়ক আনোয়ার হোসেন, নায়করাজ রাজ্জাক, বুলবুল আহমেদ থেকে শুরু করে পরবর্তী প্রজন্মের বাপ্পারাজ, অমিত হাসান, ওমর সানী, ফেরদৌস, রিয়াজ, শাকিব খান পর্যন্ত। এমনকি কোলকাতার তাপস পাল, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়রাও। সিনেমার গানে এমন বিস্ময়কর অবদানের স্বীকৃতিস্বরূপ এন্ড্রু কিশোর অর্জন করেছেন ৮ বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার। গান ছাড়া কোনো দিন অন্য কিছু করতে চাননি। একমাত্র গানের সঙ্গেই বসত করেছেন। এক জীবনে গেয়েছেন প্রায় ১৫ হাজার গান। দেশের সঙ্গীতাঙ্গনে একজন উজ্জ্বল নক্ষত্র হয়ে চিরদিন বেঁচে থাকবেন তিনি। আজ ৬ জুলাই কিংবদন্তি এই শিল্পীর ১ম মৃত্যুবার্ষিকী। এন্ড্রু কিশোরের না থাকার এক বছরে তাকে শ্রদ্ধাভরে স্মরণ করছে ভোরের কাগজ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়