ভূমধ্যসাগর হয়ে ইউরোপ : বাংলাদেশিসহ ৪৩ অভিবাসীর সলিল সমাধির আশঙ্কা

আগের সংবাদ

অনিয়মে প্রশ্নবিদ্ধ ‘আশ্রয়ণ’ > দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা : পাঁচ কর্মকর্তা ওএসডি, দুজনের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত

পরের সংবাদ

‘মাটির ময়না’ থেকে ‘রেহানা মরিয়ম নূর’ : বিশ্ব চলচ্চিত্রে বাংলাদেশ

প্রকাশিত: জুলাই ৬, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জুলাই ৬, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

শাহনাজ জাহান : ফ্রান্সের ভূমধ্যসাগরের কোলঘেঁষা কান শহরে শুরু হচ্ছে বিশ্ব চলচ্চিত্রের দ্বিতীয় বৃহত্তম আয়োজন ‘৭৪তম কান চলচ্চিত্র উৎসব’। বিশ্বের খ্যাতিমান চলচ্চিত্র নির্মাতা, শিল্পী-কলাকুশলীদের অনেকে এখন অবস্থান করছেন কান শহরে। বাংলাদেশের জন্য এবারের কান উৎসব বিশেষ গৌরবের। আবদুল্লাহ মোহাম্মদ সাদ পরিচালিত ‘রেহানা মরিয়ম নূর’ সিনেমাটি কান উৎসবের অফিসিয়াল আমন্ত্রণ পেয়েছে। সিনেমাটির পরিচালক, অভিনেত্রী বাঁধনসহ সাতজন এখন ফ্রান্সে রয়েছেন। উৎসব কর্তৃপক্ষের অফিশিয়াল আমন্ত্রণে বাংলাদেশের কান উৎসবে অংশ নেয়ার দ্বিতীয় অভিজ্ঞতা হতে যাচ্ছে এবার। এর আগে তারেক মাসুদ পরিচালিত ‘মাটির ময়না’ সিনেমাটি কান উৎসবের অফিসিয়াল আমন্ত্রণ পেয়েছিল। এতদিন কান চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের চলচ্চিত্রের সবচেয়ে বড় সাফল্য ছিল প্যারালাল বিভাগ ‘ডিরেক্টরস ফোর্টনাইট’-এ মনোনয়ন ও পুরস্কার পাওয়া। এবার তাকেও ছাড়িয়ে গেল ‘রেহানা মরিয়ম নূর’। ২০০২ সালে প্যারালাল বিভাগ ‘ডিরেক্টরস ফোর্টনাইট’-এ মনোনয়ন পেয়ে সমালোচক পুরস্কারও জিতেছিল তারেক মাসুদের ‘মাটির ময়না’। ৭৪তম আসরে প্যারালাল নয়, অফিসিয়াল বিভাগ ‘আঁ সার্তেইন রিগার্দ’- এই স্থান পেয়ে গেছে ‘রেহানা মরিয়ম নূর’। এবারের আসরে আঁ সার্তেইন রিগার্দ বিভাগে ১৫টি দেশের ১৮টি ছবি মনোনীত হয়েছে। তালিকার ১৩ নম্বরে আছে সাদের ‘রেহানা মরিয়ম নূর’ ছবিটি। ‘মাটির ময়না’ সিনেমার মাধ্যমে বাংলাদেশের প্রথম অভিনেত্রী হিসেবে কান উৎসবের অফিসিয়াল আমন্ত্রণে অংশ নিয়েছিলেন রোকেয়া প্রাচী। এই অভিনেত্রী বলেন, ‘এটা ছিল আমার জীবনের সেরা অভিজ্ঞতা। তারেক মাসুদ, ক্যাথরিন মাসুদ, জয়ন্ত চট্টোপাধ্যায়সহ আমরা চারজন সেখানে অংশ নিয়েছিলাম। উৎসবের একটি বিভাগ আমাকে দিয়ে উদ্বোধন করানো হয়েছিল। এটা আমার অভিনয় জীবনের গৌরবময় অভিজ্ঞতা।’ রোকেয়া প্রাচীর পর দ্বিতীয় কোনো বাংলাদেশি অভিনেত্রী কান উৎসবের অফিসিয়াল আমন্ত্রণে অংশ নিচ্ছেন। রেহানা মরিয়ম নূর চরিত্রে অভিনয় করা আজমেরী হক বাঁধন বলেন, ‘একটা তারুণ্যনির্ভর টিম, যারা সীমানা পেরিয়ে কিছু করতে চেয়েছিল, এ অর্জন সেই ইচ্ছেরই অনুবাদ।’ ফ্রান্সে একটি বাড়ি ভাড়া নিয়ে কোয়ারেন্টাইনে রয়েছেন বাঁধনসহ টিমের সদস্যরা। ফ্রান্স থেকে বাঁধন বলেন, ‘ভীষণ উপভোগ্য সময় কাটছে। করোনার জন্য আমাদেরকে ১০ দিন আগেই আসতে হয়েছে। এখানে কোয়ারেন্টাইন শেষ করে উৎসবে অংশ নেয়ার জন্য উদগ্রীব হয়ে আছি। বাংলাদেশের প্রতিনিধিত্ব করব, এটা ভীষণ গর্বের।’ এবার কান উৎসবে ‘রেহানা মরিয়ম নূর’র ওয়ার্ল্ড প্রিমিয়ার হওয়ার পর এই সিনেমাটিও সারা বিশ্বে ছড়িয়ে যাবে বলে প্রত্যাশা সবার। এদিকে বাংলাদেশের চলচ্চিত্র সংশ্লিষ্ট সবাই এখন তাকিয়ে আছে কান উৎসবের দিকে। ‘রেহানা মরিয়ম নূর’র প্রদর্শনীর দিনটি এই দেশের চলচ্চিত্রকে বিশ্বের বুকে মর্যাদার আসনে তুলে ধরবে। ছবির গল্প আবর্তিত হয়েছে বেসরকারি মেডিকেল কলেজের শিক্ষক রেহানা মরিয়ম নূরকে কেন্দ্র করে। সেখানে রেহানা একজন মা, মেয়ে, বোন ও শিক্ষক। ঝঞ্ঝাবিক্ষুব্ধ তার জীবন। এক সন্ধ্যায় কলেজ থেকে বের হয়ে তিনি এমন এক ঘটনা প্রত্যক্ষ করেন, যা তাকে প্রতিবাদী করে তোলে। এক ছাত্রীর পক্ষ হয়ে সহকর্মী এক শিক্ষকের বিরুদ্ধে দাঁড়াতে বাধ্য হন রেহানা। একই সময়ে তার ৬ বছরের মেয়ের বিরুদ্ধে স্কুল থেকে রূঢ় আচরণের অভিযোগ করা হয়। এমন অবস্থায় রেহানা তথাকথিত নিয়মের বাইরে থেকে সেই ছাত্রী ও তার সন্তানের জন্য ন্যায়বিচার খুঁজতে থাকেন। অন্যদিকে ‘মাটির ময়না’ চলচ্চিত্রে তারেক মাসুদ নিজেরই জীবনের গল্প বলেছেন। তার মাদ্রাসার জীবন, পরিবার এবং মুক্তিযুদ্ধকে তুলে ধরেছেন সেলুলয়েডের ফ্রেমে। এ ছবিটির মধ্য দিয়ে বাংলাদেশের চলচ্চিত্রকে আন্তর্জাতিকভাবে তুলে ধরেন তারেক মাসুদ। ২০০২ সালে প্রথম বাংলাদেশি চলচ্চিত্র হিসেবে কান চলচ্চিত্র উৎসবে পুরস্কৃত হয় ছবিটি। ২০০৩ সালে ইউরোপের ৪০টি প্রেক্ষাগৃহে ছবিটি বাণিজ্যিকভাবে মুক্তি দেয়া হয়। কিন্তু যে বছর ‘মাটির ময়না’ কান চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয় একই বছর বাংলাদেশ সরকার ছবিটিকে নিষিদ্ধ করে। বাংলাদেশের চলচ্চিত্র ইতিহাসে এটি কলঙ্ক হিসেবেই যুক্ত রয়েছে। পরবর্তী সময়ে ছবিটির ওপর রাষ্ট্রীয় নিষেধাজ্ঞা তুলে নেয়া হয়। এরপর অনেক আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালে বাংলাদেশের চলচ্চিত্র হিসেবে অংশ নেয় ‘মাটির ময়না’। এ ছবিটির মধ্য দিয়েই ইউরোপে প্রথম বাংলাদেশি চলচ্চিত্রের বাণিজ্যিক প্রদর্শনী শুরু হয়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়