ভূমধ্যসাগর হয়ে ইউরোপ : বাংলাদেশিসহ ৪৩ অভিবাসীর সলিল সমাধির আশঙ্কা

আগের সংবাদ

অনিয়মে প্রশ্নবিদ্ধ ‘আশ্রয়ণ’ > দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা : পাঁচ কর্মকর্তা ওএসডি, দুজনের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত

পরের সংবাদ

ভাঙা হবে অমিতাভের বাড়ি

প্রকাশিত: জুলাই ৬, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জুলাই ৬, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

বিনোদন ডেস্ক : মুম্বাইয় সিটি করপোরেশনের কাছে এখন গলার কাঁটা অমিতাভ বচ্চনের বাড়ি ‘প্রতীক্ষা’। অত্র এলাকার রাস্তাটি প্রশস্ত করার উদ্যোগ আটকে আছে বাড়িটার জন্য। তবে এবার বাড়িটার একটা বড় অংশ সম্ভবত ভাঙতেই হচ্ছে মুম্বাই মিউনিসিপাল করপোরেশনকে (বিএমসি)। ইতোমধ্যে মুম্বাইয়ের সাবআরবার কালেক্টর সিটি অফিসে এ সংক্রান্ত চিঠি পৌঁছেছে বলে জানা গেছে। আরো জানা গেছে, সন্ত দনেশ্বর নামের রাস্তাটিকে প্রশস্ত করার উদ্যোগ নেয়া হয়েছিল ২০১৭ সালে। কিন্তু তা করতে গেলে অমিতাভ বচ্চন ও পরিচালক রাজকুমার হিরানিসহ অনেকের বাড়ির বর্ধিত অংশ ভাঙতে হবে। এ কারণে বারবার আটকে যাচ্ছিল সরকারি আদেশ। আর এ কাজে বড় ভূমিকা রাখছেন ভারতীয় এড. টিউলিপ ব্রায়ান মিরান্ডা। টিউলিপ বলেন, ‘আমি এ বছরের ফেব্রুয়ারিতেই বিএমসিকে চিঠি দিই। কিন্তু জবাব পাইনি। এরপর ফোন করে ওয়ার্ড অফিসারকে জানাই। তারপর কমিশনারকেও চিঠি দিই। তারপরও জবাব পাইনি। এ রাস্তা বড় করাটা খুব দরকার। পরে জানতে পারি, রাস্তা প্রশস্ত করার কাজটা হঠাৎ থমকে যায় অমিতাভ বচ্চনের বাড়ির কারণেই। আমি হাল ছাড়িনি। করপোরেশনকে বলেছি, আদেশটা না মানলে আমি ভারতের দুর্নীতি দমন বিভাগে যাবো।’

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়