ভূমধ্যসাগর হয়ে ইউরোপ : বাংলাদেশিসহ ৪৩ অভিবাসীর সলিল সমাধির আশঙ্কা

আগের সংবাদ

অনিয়মে প্রশ্নবিদ্ধ ‘আশ্রয়ণ’ > দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা : পাঁচ কর্মকর্তা ওএসডি, দুজনের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত

পরের সংবাদ

আজ পর্দা উঠছে কান চলচ্চিত্র উৎসবের

প্রকাশিত: জুলাই ৬, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জুলাই ৬, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

বিনোদন ডেস্ক : করোনার কারণে দুবার পিছিয়েছিল কান চলচ্চিত্র উৎসবের আয়োজন। অবশেষে লিওস ক্যারাক্সের ‘অ্যানেত’ সিনেমা প্রদর্শনের মধ্য দিয়ে আজ পর্দা উঠছে ৭৪তম এ আসরের। এবারই প্রথম কান চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের সিনেমা নির্বাচিত হয়েছে। আবদুল্লাহ মোহাম্মদ সাদ নির্মিত ‘রেহানা মরিয়ম নূর’ সিনেমাটি উৎসবের আনসার্টেন রিগার্ড বিভাগ থেকে আগামীকাল বেলা ১১টায় প্রদর্শিত হবে। সিনেমা সংশ্লিষ্ট ৭ জনের একটি টিম ইতোমধ্যেই কোয়ারেন্টাইন শেষে উৎসবে যোগ দিয়েছেন। মহামারি শুরুর পর এটাই প্রথম বড় কেন চলচ্চিত্র উৎসব যা প্রায় স্বাভাবিকভাবে অনুষ্ঠিত হচ্ছে। নিকোল কিডম্যান, জুডি ফস্টার, ম্যাট ডেমনের মতো তারকারা হাজির থাকবেন এবারের উৎসবে। শুরু হওয়া কান চলচ্চিত্র উৎসব চলবে আগামী ১৭ জুলাই পর্যন্ত। গতবার উৎসব বাতিল হওয়ায় এবার পাম ডি’অর বা স্বর্ণপামের জন্য লড়াইটা বেশ কঠিন হবে। বিখ্যাত চলচ্চিত্র পরিচালকদের অনেকেই এবার কানে হাজির থাকছেন তাদের নতুন চলচ্চিত্র নিয়ে। ২৪ জন বিচারক থাকছেন এবারের উৎসবে। যাদের নেতৃত্ব দিচ্ছেন মার্কিন পরিচালক স্পাইক লি। প্রথমবারের মতো এই উৎসবে একজন কৃষ্ণাঙ্গ প্রধান বিচারক হিসেবে থাকছেন। অন্যদের মধ্যে আরো আছেন ‘দ্য সার্পেন্ট’ তারকা তাহার রহিম এবং অভিনেত্রী ম্যাগি গিলেনহাল। এবারের উৎসবে মাত্র চারজন নারী পরিচালকের ছবি প্রতিযোগিতায় স্থান পেয়েছে। এবারে কান উৎসবে সম্মাননা দেয়া হচ্ছে মার্কিন অভিনেত্রী ও পরিচালক জুডি ফস্টারকে। প্রতিযোগিতার বাইরে এবার অলিভার স্টোনের নতুন প্রামাণ্যচিত্র প্রথমবারের মতো প্রদর্শিত হবে, যেটি জন এফ কেনেডির হত্যার ঘটনা নিয়ে তৈরি হয়েছে। এবারের উৎসবে শন পেন হাজির হবেন তার নতুন সিনেমা ‘ফ্ল্যাগ ডে’ নিয়ে। এছাড়া প্রতিযোগিতা বিভাগে দুবার অস্কারজয়ী ইরানের পরিচালক আসগার ফারহাদির ‘হিরো’ সিনেমাটিও রয়েছে। মহামারির কারণে গভীর রাতের পার্টিগুলো বাতিল করা হয়েছে। সামাজিক বিধিনিষেধ মেনে চলতে হবে এবং গালা ইভেন্টে অংশগ্রহণকারীর সংখ্যা অর্ধেকে নামানো হয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়