কঠোর লকডাউন : ঘর থেকে বের হলেই ‘কঠোর শাস্তি’

আগের সংবাদ

বদলে গেছে ঢাকার দৃশ্যপট

পরের সংবাদ

আগৈলঝাড়ায় ৩০০ আমন চাষি পেলেন প্রণোদনা

প্রকাশিত: জুলাই ১, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জুলাই ১, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি : আগৈলঝাড়া উপজেলায় আমনচাষিদের মাঝে সরকারি কৃষি প্রণোদনার বিনামূল্যে বীজ ও সার বিতরণ কর্মসূচি উদ্বোধন করা হয়েছে। উপজেলা কৃষি অফিসের উদ্যোগে গতকাল বুধবার দুপুরে উপজেলার ৫টি ইউনিয়নের ৩০০ আমনচাষির মাঝে সরকারিভাবে কৃষি প্রণোদনার ৫ কেজি উফশী আমন বীজ, ১০ কেজি ঢ্যাব ও ১০ কেজি এমওপি সার বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত।
বিতরণ সভায় উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবুল হাশেম, উপজেলা ভাইস চেয়ারম্যান মলিনা রানী রায়, উপজেলা কৃষি কর্মকর্তা দোলন চন্দ্র রায়, উপজেলা আওয়ামী লীগ সভাপতি সুনীল কুমার বাড়ৈ, রাজিহার ইউপি চেয়ারম্যান ইলিয়াস তালুকদার, বাকাল ইউপি চেয়ারম্যান বিপুল দাস, রতœপুর ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা সরদার, গৈলা ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম টিটু, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মাহাবুবা খানম, উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা সুভাষ চন্দ্র মণ্ডল, খলিলুর রহমান, জাফর আহম্মেদসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়