১০০ পর্বে ‘জমিদার বাড়ী’

আগের সংবাদ

টাকা পাচার হয় পাঁচ কারণে ** ৩৬ দেশে পাচার হচ্ছে টাকা, সবচেয়ে বেশি ১০ দেশে ** হাতেগোনা মামলা হলেও আটকে আছে আইনি জটিলতায় **

পরের সংবাদ

চট্টগ্রামে পাহাড়ে ঝুঁকিপূর্ণ ৪৭টি বসতি উচ্ছেদ

প্রকাশিত: জুন ২৪, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জুন ২৪, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

চট্টগ্রাম অফিস : নগরের লালখান বাজার এলাকার এ কে খান পাহাড়ে অভিযান চালিয়ে ৪৭টি অবৈধ ও ঝুঁকিপূর্ণ বসতি উচ্ছেদ করেছে জেলা প্রশাসন। গতকাল বুধবার সকাল সাড়ে ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়।
জেলা প্রশাসন জানায়, সকালে লালখান বাজার এলাকায় নগরের কাট্টলী সার্কেলের সহকারী কমিশনার (ভ‚মি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ ইনামুল হাসান এবং জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাহমিদা আফরোজের নেতৃত্বে অবৈধ বসতি উচ্ছেদ অভিযান শুরু হয়। সাড়ে তিন ঘণ্টার অভিযানে পাহাড় থেকে ৪৭টি ঝুঁকিপূর্ণ বসতি উচ্ছেদ করা হয়। এসব বসতির অধিকাংশই টিনের তৈরি কাঁচাঘর। অভিযানে জেলা পুলিশের ৬০ জন সদস্য, ৮০ জন শ্রমিক ও ফায়ার সার্ভিসের একটি টিম কাজ করে। এছাড়াও পরিবেশ অধিদপ্তর, বিদ্যুৎ বিভাগ ও কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ ইনামুল হাসান বলেন, লালখান বাজার সংলগ্ন এ কে খান পাহাড়ে জীবনের ঝুঁকি নিয়ে অবৈধভাবে বসবাসরত ৪৭টি পরিবারকে উচ্ছেদ করা হয়েছে। আমাদের এ অভিযান চলমান থাকবে। এর আগে, গত ৯ জুন পরিবেশ অধিদপ্তর চট্টগ্রামের কার্যালয়ে অনুষ্ঠিত সভায় জেলার বিভিন্ন স্থানে পাহাড়ের ঝুঁকিপূর্ণ বসতি উচ্ছেদের সিদ্ধান্ত নেন পাহাড় ব্যবস্থাপনাসংক্রান্ত উপকমিটি। গত ১৪ জুন বায়েজিদ সংযোগ সড়কের দুই পাশে ৩৭০ অবৈধ ও ঝুঁকিপূর্ণ স্থাপনা উচ্ছেদের মাধ্যমে এ কার্যক্রম শুরু হয়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়