জিএম কাদেরের দলীয় কার্যক্রমে নিষেধাজ্ঞা

আগের সংবাদ

বিএনপি বাড়াবাড়ি করলে ফের জেলে পাঠানো হবে খালেদাকে

পরের সংবাদ

কলাপাড়া : প্রধানমন্ত্রীর বিকৃত ছবি পোস্ট করায় যুবক গ্রেপ্তার

প্রকাশিত: নভেম্বর ৩, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: নভেম্বর ৩, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধি : পটুয়াখালীর মহিপুর থানার ধুলাসারে প্রধানমন্ত্রীর ছবি বিকৃত করে ফেসবুকে পোস্ট দেয়ার অভিযোগে আরিফুল ইসলাম (১৮) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার ভোরে ধুলাসার ইউনিয়নের নয়াকাটা গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
এ ঘটনায় ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মিন্টু মিয়া বাদী হয়ে আরিফসহ অজ্ঞাত ২-৩ জনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মহিপুর থানায় মামলা দায়ের করেছেন।
মহিপুর থানার ওসি আবুল খায়ের জানান, গত মঙ্গলবার দুপুরে প্রথমে আরিফুল ইসলাম নামের আইডি থেকে ফেসবুকে প্রধানমন্ত্রীকে ব্যঙ্গ করে বেশ কয়েকটি ছবি পোস্ট করা হয়। পরে বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হলে আইডির নাম পরিবর্তন করে রাখা হয় ‘চরমোনাই মুজাহিদ’। রাতে স্বেচ্ছাসেবক লীগ নেতার অভিযোগের ভিত্তিতে আরিফের কাছ থেকে মোবাইল জব্দ করা হয়। গতকাল বুধবার দুপুরে ওই যুবককে আদালতে পাঠানো হয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়