সংসদে আলোচনা : ‘ছয় দফা ছিল স্বাধীনতার সিঁড়ি’

আগের সংবাদ

ছয় লক্ষ্য অর্জনের সক্ষমতা নিয়ে প্রশ্ন : ৬ লাখ ৭৮ হাজার ৬৪ কোটি টাকা ব্যয়ের বাজেট, সর্বোচ্চ ঘাটতির দিক থেকেও নতুন মাইলফলক > বাজেট ২০২২-২৩

পরের সংবাদ

মুক্তির পূর্বাভাস দিল ‘হাওয়া’

প্রকাশিত: জুন ৯, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জুন ৯, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

বিনোদন প্রতিবেদক : নির্মাতা মেজবাউর রহমান সুমন পরিচালিত প্রথম সিনেমা ‘হাওয়া’র দৃশ্য কেমন হবে, তা জানার আগ্রহ নিয়ে অপেক্ষা করছিলেন চলচ্চিত্রপ্রেমীরা। গত মঙ্গলবার সন্ধ্যায় সেই অপেক্ষার অবসান হলো। প্রকাশ পেয়েছে সিনেমাটির ট্রেইলার। সিনেমাটি নিয়ে সুমন যে ব্যাখ্যা দিয়েছিলেন তার সঙ্গে বেশ ভালোই মিল আছে ট্রেলারেও। সিনেমা নিয়ে সুমন বলেছিলেন, ‘এ কালের রূপকথার গল্প হলো হাওয়া। যে রূপকথার গল্প আমরা শুনে আসছি হাওয়া তেমন নয়। এটি মাটির গল্প নয় বরং পানির গল্প। সৈকতে দাঁড়িয়ে আমরা যে সমুদ্র দেখি, গভীর সমুদ্রের গল্প অন্যরকম।’
ট্রেইলারেও তেমনটা আঁচ করা গেছে। ট্রেলারের কোথাও সমুদ্রের পাড়ের কোনো দৃশ্য নেই। গভীর সমুদ্রে পানির দাপট আর সমুদ্রের আইন মেনে চলতে দেখা গেছে চরিত্রদের। শুধু তাই নয়, নৌকায় এক নারী ওঠার পর থেকে বিচিত্র সব ঘটনা ঘটতে থাকে। যাকে রূপকথার মতো মনে হতে পারে দর্শকদের। সিনেমার চরিত্রদের লুকও খুব গুরুত্বপূর্ণ হয়ে ধরা দিতে পারে দর্শকদের কাছে। কারণ সিনেমায় অভিনয় করা চঞ্চল চৌধুরী, শরিফুল রাজ, সোহেল মণ্ডল, তুষিকে একদম অন্যভাবে দেখা গেছে। ট্রেইলার তো প্রকাশ হয়ে গেলে, এখন প্রশ্ন মুক্তি কবে। পরিচালক মেজবাউর রহমান সুমন জানিয়েছেন, কুরবানি ঈদের পর সিনেমাটি মুক্তি পাবে।
তবে সেই তারিখ এখনো চূড়ান্ত না।
সিনেমাটি প্রযোজনা করেছেন সান মিউজিক এন্ড মোশন পিকচার্স লিমিটেড।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়