ডিএমপি কমিশনার : জীবনে সফলতার শর্টকাট কোনো রাস্তা নেই

আগের সংবাদ

বিপজ্জনক জেনেও সংরক্ষণে ত্রæটি

পরের সংবাদ

পাবনায় শিক্ষক সমাবেশ : পুরো শিক্ষাব্যবস্থা জাতীয়করণের দাবি

প্রকাশিত: জুন ৬, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জুন ৬, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

পাবনা প্রতিনিধি : শিক্ষাব্যবস্থা জাতীয়করণের লক্ষ্যে পাবনায় শিক্ষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে জেলার অধিকাংশ শিক্ষক-কর্মচারী অংশগ্রহণ করেন। সবার একটাই দাবি- শিক্ষাব্যবস্থা জাতীয়করণ করা। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রাণনাশের হুমকির তীব্র প্রতিবাদ জানানো হয়। সমাবেশ শেষে শিক্ষকদের দাবি আদায়ের আন্দোলনকে আরো বেগবান করতে জেলা কমিটি গঠন করা হয়। জেলা শাখার সভাপতি হয়েছেন অধ্যক্ষ মো. মেনহাজ উদ্দিন এবং সাধারণ সম্পাদক হয়েছেন অধ্যক্ষ মো. সুজন মাহমুদ, প্রচার সম্পাদক হয়েছেন এস এম মাহবুব আলম।
গতকাল রবিবার সকালে জেলা শিল্পকলা একাডেমিতে স্বাধীনতা শিক্ষক পরিষদ পাবনা জেলা শাখার আয়োজনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। পাবনা জেলা শাখার সভাপতি অধ্যক্ষ মো. মেনহাজ উদ্দিনের সভাপতিত্বে সাধারণ সম্পাদক অধ্যক্ষ সুজন মাহমুদের পারিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্বাধীনতা শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক ও বেসরকারি শিক্ষক-কর্মচারী কল্যাণ ট্রাস্টের সচিব শাহজাহান আলম সাজু।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- পাবনা পৌর আওয়ামী লীগের সভাপতি তোসলিম হাসান সুমন, স্বাধীনতা শিক্ষক পরিষদের সহসভাপতি অধ্যক্ষ এস এম একরামুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ সেলিম উল্লাহ সেলিম, হাজি জসীম উদ্দিন কলেজের অধ্যক্ষ আবুল কালাম আজাদ প্রমুখ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়