ক্ষমা চেয়েছেন চীনা নাগরিক, টাকা চাননি সার্জেন্ট

আগের সংবাদ

জাতীয় পুরুষ বেসবল শুরু

পরের সংবাদ

করিমগঞ্জ জঙ্গলবাড়ী উচ্চ বিদ্যালয় : অবৈধভাবে প্রধান শিক্ষকের দায়িত্ব পালনের অভিযোগ

প্রকাশিত: জানুয়ারি ২২, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জানুয়ারি ২২, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

কিশোরগঞ্জ প্রতিনিধি : করিমগঞ্জের জঙ্গলবাড়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে অবৈধভাবে দায়িত্ব পালনের অভিযোগ উঠেছে। বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সদস্য মো. নাজিম উদ্দিন এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, করিমগঞ্জ উপজেলার কাদিরজঙ্গল ইউনিয়নের জঙ্গলবাড়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আতাউর রহমান অবৈধভাবে নিয়োগ পাওয়ায় কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা জজ আদালত ওই শিক্ষকের কার্যক্রমে নিষেধাজ্ঞা জারি করেন। এরপর তিনি আপিল করলে হাইকোর্ট ৫ সেপ্টেম্বর-২০২১ তারিখ পর্যন্ত তা স্থগিত করেন। স্থগিতাদেশের মেয়াদ শেষ হলেও তিনি প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করে যাচ্ছেন।
অভিযোগে আরো জানা গেছে, আতাউর রহমান জঙ্গলবাড়ী উচ্চ বিদ্যালয়ে ২০১৮ সালের ৬ জানুয়ারি সহকারী শিক্ষকের পদ থেকে পদত্যাগ করে প্রধান শিক্ষক হন। নিয়োগটি অবৈধ দাবি করে এক অভিভাবকের মামলার পরিপ্রেক্ষিতে প্রধান শিক্ষক হিসেবে তিনি এমপিওভুক্ত হননি। তিনি সহকারী শিক্ষকের ইনডেক্স ব্যবহার করে বেতন-ভাতা তুলছেন।
অভিভাবক মো. নাজিম উদ্দীনসহ অনেকেই জানান, বিদ্যালয় পরিচালনার জন্য গঠিত এডহক কমিটির মেয়াদ ২০২১ সালের ৭ ডিসেম্বর শেষ হয়েছে। আতাউর রহমান তার পছন্দের লোক দিয়ে এডহক কমিটি গঠনের পাঁয়তারা করছেন।
আতাউর রহমান বলেন, মামলাটি হাইকোর্টে চলমান রয়েছে। হয়রানি করতেই মিথ্যা অভিযোগ দেয়া হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা তসলিমা নূর বলেন, বিষয়টি তদন্তের জন্য উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তাকে দায়িত্ব দেয়া হয়েছে। প্রতিবেদন পেলে ব্যবস্থা নেয়া হবে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়