আগ্নেয়াস্ত্র উদ্ধার : আরসাপ্রধানের ভাই শাহ আলী আটক

আগের সংবাদ

বালু ব্যবসায়ীদের কারণে ৩ মাস ধরে বন্ধ ড্রেজার : নদী পুনরুদ্ধার কাজে বাধা

পরের সংবাদ

চন্দনাইশ : মাইক্রোর ধাক্কায় পথচারী নিহত

প্রকাশিত: জানুয়ারি ১৮, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জানুয়ারি ১৮, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি : চন্দনাইশে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে রাস্তা পার হওয়ার সময় মাইক্রোবাসের ধাক্কায় এক পথচারী নিহত হয়েছেন। গত রবিবার বিকালে উপজেলার গাছবাড়িয়া খানহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত পথচারীর নাম মো. রিয়াদ (৩০)। তিনি টেকনাফের জামতলী এলাকার মীর আহমেদের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রিয়াদ রাস্তা পার হওয়ার সময় চট্টগ্রামমুখী একটি মাইক্রোবাস তাকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
হাসপাতালের চিকিৎসক ডা. মানিক দেবনাথ তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, হাসপাতালে আনার পর প্রচুর রক্তক্ষরণ হওয়ায় চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন রিয়াদ।
দোহাজারী হাইওয়ে থানার ওসি সিরাজুল ইসলাম জানান, দুর্ঘটনার পর মাইক্রোবাসটি জব্দ করা হলেও চালক-হেলপার পলাতক রয়েছেন। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়