সিদ্ধান্ত পরিবর্তন : শতভাগ যাত্রী নিয়ে চলবে গণপরিবহন

আগের সংবাদ

উৎসব-উৎকণ্ঠার ভোট আজ : সবার দৃষ্টি নারায়ণগঞ্জে > আইভী-তৈমূরের লড়াইয়ে বাড়তি মাত্রা শামীম ওসমান

পরের সংবাদ

রাণীনগরে সাত মামলার আসামি গ্রেপ্তার

প্রকাশিত: জানুয়ারি ১৫, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জানুয়ারি ১৫, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি : রাণীনগরে অভিযান চালিয়ে ৭ মামলার আসামি ফরহাদ হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার দুপুরে উপজেলার বোদলা গ্রামস্থ রক্তদহ বিল এলাকায় মাঠ থেকে ওয়ারেন্টমূলে ও চুরির মামলায় তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত ফরহাদ হোসেন উপজেলার সদর ইউনিয়নের বিষ্ণপুর গ্রামের মৃত শহিদুল ইসলাম ওরফে শহিদ টাকুর ছেলে।
রাণীনগর থানার ওসি শাহিন আকন্দ জানান, মাদক মামলায় ওয়ারেন্টভুক্ত ও গরু চুরি মামলার পলাতক আসামি ফরহাদ হোসেন দীর্ঘদিন ধরে পলাতক ছিল।
গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বোদলা গ্রামস্থ রক্তদহ বিল এলাকায় মাঠে রাণীনগর থানার এসআই সাজ্জাদ হোসেন সঙ্গীয় এএসআই সোহেল মান্নানসহ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করেন।
অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ফরহাদ পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় পুলিশ মাঠে জমির মধ্যে কাদা পানিতে প্রায় দুই কিলোমিটার ধাওয়া করে তাকে গ্রেপ্তার করে।
ওসি জানান, গ্রেপ্তার ফরহাদের বিরুদ্ধে মাদক, চুরি, অপহরণসহ ৭টি মামলা রয়েছে। শুক্রবার বিকালে গ্রেপ্তারকৃত ফরহাদকে আদালতে পাঠানো হয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়