চাকরি দেয়ার নামে প্রতারণা : চালকের সহকারী শাহীরুল এখন কোটিপতি

আগের সংবাদ

তিস্তার তাণ্ডবে লালমনিরহাটে পথে বসেছে হাজারো পরিবার

পরের সংবাদ

হোসেনপুর : ডিজিটাল নিরাপত্তা আইনে শিক্ষক কারাগারে

প্রকাশিত: অক্টোবর ২৫, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: অক্টোবর ২৫, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি : হোসেনপুরে ডিজিটাল নিরাপত্তা আইনে গতকাল রবিবার মোহাম্মদ রুহুল আমীন (৪৫) নামে এক শিক্ষককে কারাগারে পাঠানো হয়েছে। তিনি হোসেনপুর আদর্শ মহিলা ডিগ্রি কলেজের রসায়ন বিভাগের শিক্ষক।
জানা যায়, ফেজবুকে প্রধানমন্ত্রীর আপত্তিকর ছবি ও বক্তব্য শেয়ার করলে তা উপজেলা নির্বাহী কর্মকর্তা রাবেয়া পারভেজের নজরে আসে। এরপর তিনি বিষয়টি আইনগত ব্যবস্থা নেয়ার জন্য হোসেনপুর থানার অফিসার ইনচার্জকে অবগত করে আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন; পরে হোসেনপুর থানা পুলিশ শনিবার রাত সাড়ে ১০টায় ওই শিক্ষককে কিশোরগঞ্জ সৈয়দ নজরুল ইসলাম সরণি থেকে আটক করে থানায় নিয়ে আসে। পরে রবিবার দুপুরে তাকে ডিজিটাল নিরাপত্তা আইনে আদালতের মাধ্যমে কিশোরগঞ্জ কারগারে পাঠানো হয়।
হোসেনপুর থানার অফিসার ইনচার্জ শেখ মোহাম্মদ মোস্তাফিজুর রহমান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়