২৩ অক্টোবর ভোট গ্রহণ : বিএফইউজের নির্বাচনে আর বাধা নেই

আগের সংবাদ

বাঙালির মাতৃপূজা দেশমাতৃকার পূজা থেকে আলাদা নয়

পরের সংবাদ

পরিচর্যায় ব্যস্ত কৃষকরা : নান্দাইলে আমনক্ষেতে ইঁদুর ও মাজরা পোকার উপদ্রব

প্রকাশিত: অক্টোবর ১২, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: অক্টোবর ১২, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি : নান্দাইল উপজেলায় চলতি আমন ফসলে ইঁদুর ও মাজরা পোকার উপদ্রব দেখা দিয়েছে। ফসল পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। নান্দাইলে আবহাওয়া অনুকূলে থাকায় আশানুরূপ ফসলের প্রত্যাশা করছেন কিষান-কিষনিরা।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে পৌরসভাসহ উপজেলার ১৩টি ইউনিয়নে ২২ হাজার ৩৬০ হেক্টর জমিতে আমন আবাদ করা হয়েছে। গত বছরের তুলনায় এ বছর বেশি আমন চাষ করেছেন কৃষকরা।
সরজমিন কয়েকটি ইউনিয়ন ঘুরে দেখা, উঁচু জমিতে আবাদকৃত আমন ফসলে ইঁদুর ও মাজরা পোকার উপদ্রব বেশি। কৃষকরা ওই আমন ফসলকে ইঁদুর ও পোকার হাত থেকে রক্ষা করতে ইঁদুর ও পোকা দমনে বিভিন্ন কৌশল অবলম্বন করছেন। অপরদিকে উপজেলা কৃষি অফিসের কর্মকর্তাসহ বিভিন্ন ইউনিয়ন কৃষি উপসহকারীরা মাঠ পর্যায়ে কৃষকদের বিভিন্ন পরামর্শ প্রদান করে যাচ্ছেন। তার মধ্যে ইঁদুর ধরার ফাঁদ, পোকা দমনে আলোক ফাঁদ, পার্চিং পদ্বতিতে পোকা দমন, কীটনাশক প্রয়োগসহ আধুনিক প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। রাজগাতী ইউনিয়নের কৃষক হলুদ মিয়া জানান, গত এক সপ্তাহ ধরে আমন ধানের থোড় হওয়ার আগেই ইঁদুর ধান গাছ কেটে কুটি কুটি করে ফেলছে।
এজন্য ক্ষেতে ইঁদুর মারার বিষটোপ প্রয়োগ, পলিথিন টাঙিয়ে দেয়া, ইদুঁর মারা যন্ত্র স্থাপন ও পোকা দমনের জন্য কীটনাশক প্রয়োগ করছি। এছাড়া কৃষক শফিকুল ইসলাম জানান, ইঁদুরের আক্রমণ থেকে ফসলকে রক্ষা করতে ইঁদুরের ভয়ভীতির জন্য ক্ষেতে কলা গাছের ডাগগয়া (ডাল) এলোপাতাড়ি ফেলে রেখেছি ও পার্চিং পদ্ধতি চালু করেছি। এছাড়া ইঁদুর ও পোকার দমন থেকে রক্ষা পাওয়ার জন্য উপসহকারী কৃষি কর্মকর্তাকে বিষয়টি অবহিত করেছি। তিনি আমাদের বিভিন্ন পরামর্শ দিয়ে যাচ্ছেন।
এ বিষয়ে নান্দাইল উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোহাম্মদ আনিসুজ্জামান বলেন, পৌর সদরসহ ১৩ ইউনিয়নে মাঠ পর্যায়ে আমাদের লোকজন রয়েছেন। এছাড়া আমি সরজমিন মাঠে গিয়ে কৃষকদের বিভিন্ন সমস্যা অবলোকন করছি এবং ফসল রক্ষায় কৃষকদের নিয়ে হাতে-কলমে পরামর্শ দিচ্ছি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়