আশুলিয়ায় ফার্নিচার গুদামে বিস্ফোরণ, দগ্ধ ৩

আগের সংবাদ

বাতাসে আগুনের হলকা!

পরের সংবাদ

আবাহনীর জয়যাত্রা অব্যাহত

প্রকাশিত: এপ্রিল ২০, ২০২৪ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: এপ্রিল ২০, ২০২৪ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ প্রতিবেদক : বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলের দ্বিতীয় লেগে গতকাল শেখ জামাল ধানমন্ডি ক্লাবের বিপক্ষে ২-১ গোলে জয় পেয়েছে আবাহনী ঢাকা। আবাহনীর হয়ে গতকাল গোল করেছেন গ্রানাডিয়ান স্ট্রাইকার কর্নেলিয়াস স্টুয়ার্ট ও ব্রাজিলিয়ান মিডফিল্ডার জনাথন ফার্নান্দেজ। এদিকে শেখ জামালের হয়ে একমাত্র গোলটি করেছেন দেশের তরুণ মিডফিল্ডার মোহাম্মদ আব্দুল্লাহ। এ জয়ে ১২ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষ তিনে অবস্থান করছে আকাশি-নীল জার্সিধারীরা। দিনের অপর ম্যাচে পুলিশ এফসির বিপক্ষে ১-০ গোলে হেরেছে শেখ রাসেল ক্রীড়া চক্র। পুলিশের হয়ে একমাত্র গোলটি করেছেন ফরোয়ার্ড কাজেম কিরমানি। এ পর্যন্ত ১১ ম্যাচে সর্বোচ্চ ২৮ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে অবস্থান করছে বসুন্ধরা কিংস। সমান ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে দুইয়ে অবস্থান করছে মোহামেডান। এদিকে ১২ ম্যাচ খেলে ২২ পয়েন্ট নিয়ে শীর্ষ তিনে আবাহনী। সমান ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে টেবিলের চারে অবস্থান করছে পুলিশ এফসি।
গোপালগঞ্জের শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে গতকাল লিগের দুই সাবেক চ্যাম্পিয়নের লড়াইয়ে শুরুতে এগিয়ে গিয়েছিল শেখ জামাল ধানমন্ডি ক্লাব। পাল্টা জবাব দিতে খুব বেশি সময় নিল না আবাহনী। ঈদুল ফিতরের বিরতির পর শুরু হওয়া লিগে জয়ে ফিরল আন্দ্রেয়াস ক্রুসিয়ানির দল। মোহাম্মদ আব্দুল্লাহ শেখ জামালকে এগিয়ে নেয়ার পর সমতা ফেরান জনাথন ফার্নান্দেজ। পরে কর্নেলিয়াস স্টুয়ার্টের করা গোলটি আগলে রেখে ষষ্ঠ জয় তুলে নেয় লিগের ২০১৭-১৮ মৌসুমের চ্যাম্পিয়নরা। প্রথম লেগের দেখায়ও শেখ জামালের বিপক্ষে জিতেছিল আবাহনী, এ মাঠেই স্টুয়ার্টের একমাত্র গোলে জিতেছিল আকাশি-নীল জার্সিধারীরা। ফিরতি লেগের দেখায় শেখ জামালের শুরুটা ছিল আশা জাগানিয়া। অষ্টম মিনিটে গতি দিয়ে রক্ষণের বাধা পেরিয়ে বলের নিয়ন্ত্রণ নেন আবু তোরে। নিজে শট নিতে সুবিধা করতে পারেননি, বল তিনি কাটব্যাক করেন আব্দুল্লাহর উদ্দেশে। বক্সে তখন আবাহনীর ছয় ডিফেন্ডার থাকলেও কেউ পাহারায় রাখেননি আব্দুল্লাহকে। বক্সের ঠিক উপর থেকে নিচু শটে লক্ষ্যভেদ করেন এই মিডফিল্ডার।
আবাহনীর তাঁবুতে সমতার স্বস্তি ফিরে ২৮তম মিনিটে। কর্নেলিয়াসের জোরাল কোনাকুনি শট ব্লক করলেও পুরোপুরি ক্লিয়ার করতে পারেননি শাখজোত শাইমানোভ। সামনে থাকা ব্রাজিলিয়ান মিডফিল্ডার জনাথন ফার্নান্দেজ সুযোগ কাজে লাগান। তিন বিদেশির গোছাল আক্রমণে প্রথমার্ধের যোগ করা সময়ে এগিয়ে যায় আবাহনী। জনাথন ফার্নান্দেজ বল বাড়িয়ে বক্সের দিকে দৌড় শুরু করেন ওয়াশিংটন ব্রান্দাও। ফিরতি থ্রæ পাস ধরে আগুয়ান গোলরক্ষক মাহফুজ হাসান প্রীতমকে কাটিয়েও ছিলেন, তবে বলের স্পর্শ জোরে হওয়ায় তা চলে যায় পাশ থাকা কর্নেলিয়াসের পায়ে। সেন্ট ভিনসেন্ট ও গ্রানাডিনেসর এই ফরোয়ার্ড আলতো টোকায় ফাঁকা জালে জড়িয়ে দেন বল। ৭৬তম সব অনিশ্চয়তার ইতি টেনে দিতে পারত আবাহনী। জনাথন ফার্নান্দেজরে চিপ শট গোলরক্ষকের মাথার উপর দিয়ে ছুটছিল জালের দিকে, তাজ উদ্দিন ছুটে গিয়ে গোললাইন থেকে ক্লিয়ার করেন। কিন্তু বাকি সময়ে শেখ জামাল পায়নি ঘুরে দাঁড়ানোর পথ; পঞ্চম হার নিয়ে মাঠ ছাড়ে ২০১৪-১৫ সালের চ্যাম্পিয়নরা।
১২ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে তৃতীয় স্থানে আছে আবাহনী। ১৫ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে শেখ জামাল। দিনের অন্য ম্যাচে সৈয়দ কাজেম কিরমানির একমাত্র গোলে ১-০ ব্যবধানে শেখ রাসেল ক্রীড়া চক্রকে হারিয়েছে বাংলাদেশ পুলিশ এফসি। ৫৮ মিনিটে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন পুলিশের জিল্লুর রহমান। বাকি সময় দশজনের বিপক্ষে খেলে ম্যাচে ফিরতে পারেনি শেখ রাসেল। ১২ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে চারে পুলিশ। ১১ পয়েন্ট নিয়ে সাতে শেখ রাসেল।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়