আশুলিয়ায় ফার্নিচার গুদামে বিস্ফোরণ, দগ্ধ ৩

আগের সংবাদ

বাতাসে আগুনের হলকা!

পরের সংবাদ

অবশেষে বকেয়া বেতন পাচ্ছেন ক্রিশ্চিয়ানো রোনালদো

প্রকাশিত: এপ্রিল ২০, ২০২৪ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: এপ্রিল ২০, ২০২৪ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ ডেস্ক : এবার আর্ন্তজাতিক ক্রীড়া আদালতে করা এক রিটে জয় পেলেন পর্তুগিজ মহাতারকা রোনালদো। সাবেক ক্লাব জুভেন্টাসের বিপক্ষে বকেয়া বেতনের দাবিতে করা এক আবেদনের পরিপ্রেক্ষিতে কোর্ট অব আরবিট্রেশন ফর স্পোর্ট জুভেন্টাসকে ৯৭ লাখ ইউরো দেয়ার নির্দেশ দেন- যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১১৩ কোটি ২৮ লাখ টাকা। ৯৭ লাখ ইউরোর সঙ্গে মুনাফা ও বিচারিক প্রক্রিয়ার খরচও দিতে হবে জুভেন্টাসকে। যদিও ওই প্রাপ্য অর্থ থেকে কর ও অন্যান্য খরচ বাদ দিয়ে তা নির্ধারণ করেছে আদালত। যদিও রোনালদোর বিশাল সম্পদের পাহাড়ে সেই অর্থযোগ অবশ্য তেমন কিছু নয়। তবে রোনালদোর ব্যাংক হিসাবে এই অর্থযোগ হলে তা হবে পর্তুগিজ তারকার একটি অন্য রকম বিজয়। তবে জুভেন্টাসের কাছে ১ কোটি ৯৫ লাখ ইউরো বকেয়া বেতন পান দাবি করেছিলেন পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী ‘সিআরসেভেন’।
২০১৮ সালে রিয়াল মাদ্রিদ ছেড়ে জুভেন্টাসে যাওয়া রোনালদো ইতালির ক্লাবটি ছাড়েন ২০২১ সালে। সে বছর তিনি যখন ম্যানচেস্টার ইউনাইটেডে দ্বিতীয় মেয়াদের জন্য নাম লেখান, তখন জুভেন্টাসের কাছে ৯৭ লাখ ইউরো বকেয়া বেতন দাবি করেছিলেন। কিন্তু জুভেন্টাস সেটা দিতে অস্বীকৃতি জানায়। এরপর বিষয়টি গড়ায় আন্তর্জাতিক ক্রীড়া আদালতে। তবে সম্প্রতি ক্রীড়ার সর্বোচ্চ আদালত দ্য কোর্ট অব আরবিট্রেশন ফর স্পোর্ট বলেছে, কর ও অন্যান্য ফি কাটার পর রোনালদো যা অর্থ পাবেন, তা ক্লাবের পরিশোধ করতে হবে। আর এদিকে আদালতের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে জুভেন্টাস তাদের এক বিবৃতিতে জানিয়েছে, আদালতের সিদ্ধান্ত পর্যালোচনা করছে তারা।
উল্লেখ্য, ২০২০-২১ মৌসুমে কোভিড মহামারীর সময়ে ইতালির ফুটবল বন্ধ থাকায় ক্লাব থেকে দেরিতে বেতন নিতে রাজি হন রোনালদো। সে সময় জুভেন্টাসের কাছে বেতন বাবদ ১ কোটি ৯৫ লাখ ইউরো পান বলে দাবি করেন পর্তুগিজ এ মহাতারকা। করোনাকালীন আর্থিক সংকটে পড়েছিল জুভেন্টাস। সে সময় তাদের সব খেলোয়াড় বেতন-ভাতায় ছাড় দিয়েছিল। অর্থাৎ নির্ধারিত বেতন কম নিয়েছিল। রোনালদো বেতন ছাড় দেয়ার পরও ১৭ মিলিয়ন পাউন্ড পেতেন। কিন্তু সেটা পরিশোধ করেনি জুভেন্টাস। অবশেষে আদালতের দ্বারস্থ হয়ে সেই পাওনা আদায় করতে হলো। এদিকে বেতন সংক্রান্ত বিষয় নিয়ে জুভেন্টাস ছাড়ার পর রোনালদো ইউনাইটেডে ছিলেন দেড় মৌসুমের মতো। এরপর ২০২৩ সালের শুরুতে রেকর্ড দামে নাম লেখান সৌদি আরবের ক্লাব আল নাসরে। সেখানেও নিজের আলো ছড়িয়ে যাচ্ছেন ৪০ পেরোনো ‘নট সেøায়িং ডাউন’ খ্যাত এ খেলোয়াড়। আল নাসরের জার্সি গায়ে গোলের ফিফটি করে আরো একবার প্রমাণ করলেন আরো রেকর্ড গড়তে যাচ্ছেন তিনি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়