মাদকবিরোধী অভিযান : রাজধানীর বিভিন্ন এলাকা থেকে গ্রেপ্তার ২০

আগের সংবাদ

ভোগান্তি মেনেই ঘরে ফেরা : ঈদযাত্রা

পরের সংবাদ

ঈদে বৈশাখীর বর্ণিল আয়োজন

প্রকাশিত: এপ্রিল ৮, ২০২৪ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: এপ্রিল ৮, ২০২৪ , ১২:০০ পূর্বাহ্ণ

বিনোদন প্রতিবেদক : ঈদ ঘিরে বৈশাখী টেলিভিশন বৈচিত্র্যময় অনুষ্ঠান নির্মাণ করে। সাত দিন বা কোনো কোনো বছর আরো বেশি দিনব্যাপী প্রচারিত হতে থাকে সেই অনুষ্ঠানমালা। নাটক, সিনেমা, টেলিফিল্ম, সংগীতানুষ্ঠানসহ নানা অনুষ্ঠান থাকে ঈদ উৎসবকে আকর্ষণীয় করতে। সেই ধারাবাহিকতায় প্রতিবছরের মতো ঈদুল ফিতর উপলক্ষে বৈশাখী টেলিভিশনের এবারের আয়োজনে থাকছে ২৬ নাটক, ৭ সিনেমা, জনপ্রিয় শিল্পীদের পরিবেশনায় সংগীতানুষ্ঠান এবং বিশেষ কমেডি শো ফানি মোমেন্টসহ নানা আয়োজন। সংগীতানুষ্ঠানগুলোর মধ্যে রয়েছে ‘সকালের গান’, ‘গানে গানে ঈদ আনন্দ’, ‘শুধু সিনেমার গান’ ও ‘নাটকের গান’। রয়েছে কমেডি শো ‘ফানি মোমেন্ট’। ৭টি সিনেমার মধ্যে রয়েছে ‘মনে প্রাণে আছ তুমি’, ‘স্বামী স্ত্রীর যুদ্ধ’, ‘তোমাকে চাই’, ‘আমি জেল থেকে বলছি’, ‘আমার প্রাণের প্রিয়া’, ‘দুই বধূ এক প্রিয়া’, ‘জান্নাত’। নাটকগুলোর মধ্যে ১৪টি একক এবং ৭ পর্বের ৫টি ধারাবাহিক ও ৭টি মেগা। একক নাটক হচ্ছে ‘নোয়াখালীর জামাই বরিশালের বউ’, ‘প্রথম ভালোবাসা’, ‘আদরে থেকো’, ‘তোমার জন্য মরতে পারি’, ‘তিশার বরযাত্রী’, ‘বউ সেটিং’, ‘ঘর’, ‘মায়াবতী’, ‘শেষ কিছু দিন’, ‘তবুও আমার হও’, ‘ফান্দে পড়িয়া জামাই কান্দে’, ‘বৃষ্টির ইন্দ্রজাল’, ‘মন জড়াবো তোরই ঘরে’ ও ‘প্রথম প্রেম। পাঁচটি সাত পর্বের ধারাবাহিক হলো ‘আমি মানুষ’, ‘পাঁচ টন’, ‘হৃদয়ে তুমি’, ‘সাহেব বিবি গোলাম’ ও ‘কুবের মাঝি’।
মেগা নাটকগুলো হলো- ‘দুই জামাই’, ‘জামাই বাজার-৩’, ‘সিঁড়ি’ ও ‘পরিবানু’।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়