ডায়েট ভুলে জমিয়ে খান নুসরাত

আগের সংবাদ

অভিযানে কোণঠাসা কেএনএফ

পরের সংবাদ

শ্রমিকের মজুরি আত্মসাৎ করলেন ৩ ইউপি সদস্য

প্রকাশিত: এপ্রিল ৭, ২০২৪ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: এপ্রিল ৭, ২০২৪ , ১২:০০ পূর্বাহ্ণ

সাইমুম সাব্বির শোভন, জামালপুর থেকে : সদরের শাহবাজপুরে অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচির শ্রমিকের মজুরি আত্মসাতের অভিযোগ উঠেছে তিনজন ইউপি সদস্যের বিরুদ্ধে। এছাড়া শ্রমিকের তালিকায় নাম লেখাতে অর্থ নেয়ার অভিযোগ করেছেন বেশ কয়েকজন শ্রমিক। এনিয়ে স্থানীয় প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন ১৮ জন শ্রমিক। আর বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছে স্থানীয় চেয়ারম্যান ও উপজেলা প্রশাসন। ভুক্তভোগী শ্রমিকদের অভিযোগ, ইজিপিপি প্রকল্পে শ্রমিকের তালিকায় নাম অন্তর্ভুক্ত করতে প্রতিজনের কাছ থেকে আট থেকে দশ হাজার টাকা নেন ৬, ৭ ও ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য নিয়ামত আলী, আশরাফুল আলম ও মারফত আলী। এরপর ২০২৩-২৪ অর্থবছরে শাহবাজপুর ইউনিয়নের বিভিন্ন জায়গায় ইজিপিপি প্রকল্পের কাজ করার পর প্রথম ধাপের আট হাজার টাকা পান তারা। শ্রমিকের তালিকা থেকে নাম কেটে দেয়ার ভয় দেখিয়ে সেখান থেকে চার হাজার টাকা নিয়ে নেন এই তিন ইউপি সদস্য। ষাটোর্ধ্ব শ্রমিক সুফিয়া বেগম বলেন, ‘৩০ দিন মাটি কাটছি। আগের বিল আট হাজার থেকে চার হাজার নিয়ে গেছে। পরের বিল আট হাজার। সেই টাকা আর দেয়নি। মোবাইলে দেয়নি। মেম্বারের বাড়িতে গিয়ে টাকার জন্য চাপ দিলেও দেয়নি।’ শাহবাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আয়ুব আলী খান বলেন, ‘ব্যাংক থেকে তাদের অ্যাকাউন্টে সরাসরি টাকা চলে যায়। তাদের টাকা পাওয়ার কথা। এক্ষেত্রে ওয়ার্ড মেম্বাররা কোথাও কোনো অনিয়ম করে থাকলে ব্যবস্থা নেয়া হবে। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহনাজ ফেরদৌস বলেন, অভিযোগ সঠিক হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।’

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়